নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জায়েদা নামের নারী নিহতের জন্য দায়ীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই সময় আহত তাঁর শিশুসন্তান মেহেদীকে মামার জিম্মায় দেওয়া হয়েছে। তবে শিশুটির দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় শশী ইলেকট্রনিকের সামনে গত ১০ মে রাত ১টায় সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে জায়েদা আক্তার নামে এক নারী মারা যান। আর জায়েদার সঙ্গে থাকা তাঁর শিশু ছেলে আহত হয়ে চিকিৎসাধীন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে–ভালুকা মডেল থানায় দায়েরকৃত মামলাটি সঠিকভাবে তদন্ত করে দায়ী গাড়ি এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার নিকট হস্তান্তর এবং শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ হয়েছে।
এতে ময়মনসিংহ ও সুনামগঞ্জের লিগ্যাল এইড কমিটিকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া নিহতের সুরতাল প্রতিবেদন এবং শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে নেওয়া পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে আগামী ২০ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আইনজীবী মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত মামার কাছে দিলেও দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।’
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় জায়েদা নামের নারী নিহতের জন্য দায়ীকে দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে ওই সময় আহত তাঁর শিশুসন্তান মেহেদীকে মামার জিম্মায় দেওয়া হয়েছে। তবে শিশুটির দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের বেঞ্চ এই নির্দেশ দেন।
এর আগে গণমাধ্যমে প্রকাশিত এই সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের প্রেসিডেন্ট সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্কয়ার মাস্টার বাড়ি আইডিয়াল মোড় শশী ইলেকট্রনিকের সামনে গত ১০ মে রাত ১টায় সড়ক দুর্ঘটনা ঘটে। যাতে জায়েদা আক্তার নামে এক নারী মারা যান। আর জায়েদার সঙ্গে থাকা তাঁর শিশু ছেলে আহত হয়ে চিকিৎসাধীন।
আইনজীবী মনজিল মোরসেদ বলেন, আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে–ভালুকা মডেল থানায় দায়েরকৃত মামলাটি সঠিকভাবে তদন্ত করে দায়ী গাড়ি এবং আসামিকে শনাক্ত ও গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত শিশুটির তত্ত্বাবধান ও হেফাজতের জন্য তার মামার নিকট হস্তান্তর এবং শিশুটির অভিভাবকত্ব নিয়ে সংশ্লিষ্ট আদালতে দরখাস্ত দাখিল ও নিষ্পত্তি করার নির্দেশ হয়েছে।
এতে ময়মনসিংহ ও সুনামগঞ্জের লিগ্যাল এইড কমিটিকে সহযোগিতা করতে বলা হয়েছে। এ ছাড়া নিহতের সুরতাল প্রতিবেদন এবং শিশুটির আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে এই বিষয়ে নেওয়া পদক্ষেপসমূহ প্রতিবেদন আকারে আগামী ২০ মে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
আইনজীবী মনজিল মোরসেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত মামার কাছে দিলেও দাবিদারদের আদালতে আবেদন করে অভিভাবকত্বের বিষয়টি নিষ্পত্তি করতে বলা হয়েছে।’
রংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
৫ মিনিট আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১৪ মিনিট আগেগণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো আপসের পথে হাঁটছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে আপস করা হয়েছে বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলের সঙ্গে। দ্রুত নির্বাচনের আয়োজন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টাও চলছে বলে তাঁরা মন্তব্য করেন।
২২ মিনিট আগে