স্টপেজের দাবিতে ময়মনসিংহে ৫ ঘণ্টা ট্রেন আটকে রাখল এলাকাবাসী

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১৩
Thumbnail image

আবারও ময়মনসিংহের ত্রিশালের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করেন শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে পাঁচ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। দাবি মেনে নেওয়া হলে বেলা ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আজ রোববার সকাল ৯টা ২০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি ত্রিশালের বালিপাড়া ইউনিয়নের আউলিয়ানগর স্টেশনে আটকে বিক্ষোভ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে ভোগান্তি সৃষ্টি হয়। পরে রেলওয়ে কর্তৃপক্ষের আশ্বাসে বেলা ২টা ২০ মিনিটের দিকে আন্দোলনকারী অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আউলিয়ানগর থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। শহরে এখানকার অনেক শিক্ষার্থী গিয়ে পড়াশোনা করে। ট্রেনটি সকালে স্টেশনে থামলে এই এলাকার শিক্ষার্থী ও সাধারণ মানুষ ময়মনসিংহ শহরে গিয়ে কাজ শেষে একই ট্রেনে বিকেল ৪টার দিকে চলে আসতে পারত। 

শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য ট্রেন স্টেশনে দাঁড়াবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা বারবার বলার পরেও কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় আন্দোলন করতে হচ্ছে। ট্রেনটি আগামী দুই মাসের মধ্যে স্টেশনে থামানোর ব্যবস্থার আশ্বাসে অবরোধ তুলে নিয়েছি, এর ব্যত্যয় ঘটলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’ 

ময়মনসিংহের আউলিয়ানগর স্টেশনে লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে রেললাইন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকাগফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম বলেন, সকালে দেওয়ানগঞ্জ কমিউটার লোকাল ট্রেন অবরোধ করে শিক্ষার্থী ও এলাকাবাসী। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পাঁচ ঘণ্টা বন্ধ থাকে। পরে কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

ময়মনসিংহ রেলস্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল ইসলাম খান বলেন, ট্রেন অবরোধ করে আন্দোলন করায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে মানুষের কিছুটা ভোগান্তি পোহাতে হয়। পাঁচ ঘণ্টা পর অবরোধ তুলে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আউলিয়ানগর স্টেশনে আগামী দুই মাসের মধ্যে ট্রেনটি থামানোর সিদ্ধান্ত হয়েছে। 

এর আগে আউলিয়ারনগর রেলস্টেশনে লোকাল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের স্টপেজের দাবিতে ৫ ও ১৫ সেপ্টেম্বর রেলপথ অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত