ময়মনসিংহে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ 

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেলচালক সিরাজুল ইসলাম (৪০) ও ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)। 

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার পঙ্গুয়াই এলাকার সিরাজুল ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন রাতে দুজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিলেন সিরাজুল ইসলাম। তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডৌয়াতলা নয়াপাড়া এলাকায় যেতেই বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেটরসাইকেলে থাকা সিরাজুল ও মোশাররফ মারা যায়। এই ঘটনায় আহত হয় আরও এক মোটরসাইকেল আরোহী। 

ওয়াজেদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়। নিহত সিরাজুল ও মোশাররফের মরদেহ উদ্ধার করে পরিবারের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত