গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে বাবেলের বাগুয়া গ্রামের বাড়িতে এ হামলা করে দুর্বৃত্তরা।
গফরগাঁও থানা-পুলিশ ও গোলন্দাজের প্রতিবেশীরা জানান, গফরগাঁও উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা এক্সকাভেটর দিয়ে গোলন্দাজের বাড়ির তিনটি ফটক ভেঙে ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। আগুনে দুটি টিনশেড ঘর, সাবেক এমপির ব্যবহৃত দুটি গাড়ি ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা অগ্নিকাণ্ডের খবর জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘এলাকাবাসী ভোরে আগুন দেওয়ার বিষয়টি পুলিশকে জানালে গফরগাঁও সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। এ সময় সাবেক এমপির বাড়িতে পরিবারের সদস্য কেউ ছিল না।’
ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। আজ শনিবার ভোরে বাবেলের বাগুয়া গ্রামের বাড়িতে এ হামলা করে দুর্বৃত্তরা।
গফরগাঁও থানা-পুলিশ ও গোলন্দাজের প্রতিবেশীরা জানান, গফরগাঁও উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামে আজ ভোর ৫টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। তারা এক্সকাভেটর দিয়ে গোলন্দাজের বাড়ির তিনটি ফটক ভেঙে ভেতরে ঢুকে সেখানে ভাঙচুর ও লুটপাটের পর আগুন দেয়। আগুনে বাড়িটির অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো হয়েছে। আগুনে দুটি টিনশেড ঘর, সাবেক এমপির ব্যবহৃত দুটি গাড়ি ও আসবাব পুড়ে ছাই হয়ে গেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, আজ ভোর ৫টার দিকে স্থানীয়রা অগ্নিকাণ্ডের খবর জানায়। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া ইয়াসমিন বলেন, ‘এলাকাবাসী ভোরে আগুন দেওয়ার বিষয়টি পুলিশকে জানালে গফরগাঁও সেনাবাহিনীর ক্যাম্প থেকে সেনাসদস্য ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। এ সময় সাবেক এমপির বাড়িতে পরিবারের সদস্য কেউ ছিল না।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
৯ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১৮ মিনিট আগেবাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীপদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন , দীর্ঘদিন সংখ্যালঘুদের ‘ইন্ডিয়ার দালাল’ ও ‘আওয়ামী লীগের দালাল’ আখ্যা দিয়ে রাজনীতি করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আর জ্বালানো যাবে না।
৩৮ মিনিট আগেবাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১ ঘণ্টা আগে