গফরগাঁওয়ে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ড, ২টি দোকান পুড়ে ছাই 

প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ২৭ আগস্ট ২০২১, ০৯: ০৪

গফরগাঁওয়ের পালেরবাজারে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে দুইটি দোকান। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে হক বস্ত্রালয়ে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গতকাল রাতে হক বস্ত্রালয়ে আগুনের কুণ্ডলী দেখে কাঁচামাল ব্যবসায়ী আলম মিয়া স্থানীয়দের নিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাঁরা এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে শহিদের কাপড়ের দোকান ও পাশের নিজাম উদ্দিনের ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে তাঁদের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত