ছেলের বউভাতের অনুষ্ঠানে বিদ্যুতায়িত হয়ে বাবার মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
Thumbnail image

নেত্রকোনার কেন্দুয়ায় ছেলের বউ ভাতের অনুষ্ঠানে রান্নার জন্য লাকড়ি আনতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত বৃদ্ধের নাম বিশ্বনাথ খা (৬৫)। তিনি উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শুক্রবার ছেলে রহমত উল্লাহকে বিয়ে করিয়ে নতুন বউ বাড়িতে এনেছিলেন বিশ্বনাথ খা। শনিবার ছিল ছেলের বউভাত অনুষ্ঠান। কয়েকশ মানুষের খাওয়া-দাওয়ার আয়োজন ছিল। সকাল থেকেই রান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার জন্য লাকড়ি আনতে গোয়ালঘরে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন বিশ্বনাথ খা। পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত