ময়মনসিংহ প্রতিনিধি
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
মাইলেজ যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের ঘোষণা ২৭ জানুয়ারির মধ্যে না এলে কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ (লোকোটিভ মাস্টার-গার্ড-টিটিই) ময়মনসিংহ অঞ্চলের নেতারা। আজ সোমবার ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বিক্ষোভ মিছিল শেষে এ ঘোষণা দেন তারা।
সংগঠনের আহ্বায়ক মজিবুর রহমান বলেন, ‘আমাদের দাবিদাওয়া পূরণে বারবার রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে। এত দিন পার হয়ে যাওয়ার পরেও তারা আমাদের দাবির বিষয়ে কোনো সুরাহা করছে না। তারা বারবার সময় চাইছে।
‘আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহাপরিচালকের সঙ্গে সভা করে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই সময়ের মধ্যে তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, তাহলে ২৮ জানুয়ারি সকাল থেকে ট্রেন বন্ধ করে কর্মবিরতি শুরু হবে।’
এর আগে একই দাবিতে গত ২ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে কর্মবিরতি পালন করা হয়। ফলে ময়মনসিংহ থেকে তিনটি রেলপথে আট জোড়া এবং ঢাকা-দেওয়ানগঞ্জ রেলপথে ভাওয়াল মেইল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।
এ সময় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ ময়মনসিংহ অঞ্চলের আহ্বায়ক মজিবুর রহমান, সদস্য আমিনুল ইসলাম, নাজমুল আলম কাজল, সজীব দত্ত, নূরনব্বী, সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন কেওয়াটখালী শাখার সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মো. হানিফ, গার্ড কাউন্সিলের সদস্য ইউনুছ আলী মোল্লা, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বিজয় মিত্র শুভ, রেলওয়ে এমপ্লয়িজ লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে। সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য পরামর্শ দান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জন করার বিষয়ে সুপারিশ করবে এসব কমিটি।
৬ মিনিট আগেগোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২০২টি ইয়াবাসহ সোহান মোল্লা (২২) নামের ছাত্রদলের এক নেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ সোমবার উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২৫ মিনিট আগেহত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ টিপুকে (৫৯) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার পুলিশ তাঁকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
৩৬ মিনিট আগেমিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরের পথে আটক করা চারটি পণ্যবাহী কার্গোর মধ্যে তিনটি ছেড়ে দিয়েছে আরাকান আর্মি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুটি কার্গো মুক্তি দেওয়া হয়। এর আগে ১৮ জানুয়ারি কাঠভর্তি আরও একটি কার্গো ছেড়ে দেয় তারা।
৪২ মিনিট আগে