শেরপুর প্রতিনিধি
শেরপুর জেলা কারাগার চার মাসের বেশি সময় পর সীমিত পরিসরে চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি অচল হয়ে পড়ে।
নবাগত জেল সুপার মো. শফিউল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলা-ভাঙচুরের পর জেলা কারাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে।
শফিউল আলম আরও বলেন, শেরপুর জেলা কারাগারে জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকেরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০-১২ হাজার লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কারাগারের ৯টি অস্ত্র, চায়নিজ রাইফেলের ৮৬৪টি গুলি, শটগানের ৩৩৬টি গুলি, টাকা-পয়সা, খাদ্যসামগ্রী ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং কারাগারের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়। এ হামলার ফলে কারাগারটি অচল হয়ে পড়ে।
শেরপুর জেলা কারাগার চার মাসের বেশি সময় পর সীমিত পরিসরে চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চালু হওয়ার পর ১৩ জন বন্দীকে কারাগারে রাখা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর শেরপুর জেলা কারাগারে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় কারাগারটি অচল হয়ে পড়ে।
নবাগত জেল সুপার মো. শফিউল আলম আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, হামলা-ভাঙচুরের পর জেলা কারাগারের কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে গণপূর্ত বিভাগের মাধ্যমে কারাগারের সংস্কার কাজ শুরু হয়। প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজের ৮০ ভাগ শেষ হয়েছে। তবে সিসি ক্যামেরা স্থাপনসহ আরও কিছু কাজ এখনো বাকি রয়েছে।
শফিউল আলম আরও বলেন, শেরপুর জেলা কারাগারে জামালপুর থেকে বন্দীদের আনা-নেওয়ার সমস্যার কারণে সম্পূর্ণ সংস্কার কাজ শেষ না হওয়া সত্ত্বেও কারাগারটি সীমিতভাবে চালু করা হয়েছে। নতুন ও পুরোনো মামলায় গ্রেপ্তার আসামিদের শেরপুর কারাগারে আনা হবে এবং ধীরে ধীরে জামালপুরে থাকা বন্দীদেরও শেরপুরে স্থানান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার শেরপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুলতান মাহমুদসহ অন্যান্য বিচারকেরা সংস্কারকৃত কারাগার পরিদর্শন করেন।
এদিকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-আন্দোলনের পর শেরপুর জেলা কারাগারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১০-১২ হাজার লোক লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে কারাগারের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কারাগারের ৯টি অস্ত্র, চায়নিজ রাইফেলের ৮৬৪টি গুলি, শটগানের ৩৩৬টি গুলি, টাকা-পয়সা, খাদ্যসামগ্রী ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং কারাগারের গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র ও বিভিন্ন স্থাপনা আগুনে পুড়িয়ে দেয়। এ হামলার ফলে কারাগারটি অচল হয়ে পড়ে।
হাওরের বোরো ফসল রক্ষা বাঁধের কাজের জন্য নীতিমালা অনুযায়ী জরিপ, গণশুনানি, প্রকল্প স্থান নির্ধারণ, প্রাক্কলন তৈরি ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন ৩০ নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা ছিল।
৬ ঘণ্টা আগেশরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় রাত নামতেই শুরু হয় পদ্মা নদীর বালু লুটের মহোৎসব। প্রতিদিন প্রায় ৫০টি খননযন্ত্র (ড্রেজার) সক্রিয় থাকে ভোর পর্যন্ত। এতে ঝুঁকির মুখে পড়েছে পদ্মা সেতু রক্ষা বাঁধসহ দুই উপজেলার ডান তীর রক্ষা বাঁধ। প্রশাসন বলছে, আটক-জরিমানা করেও অবৈধ বালু ব্যবসায়ীদের থামানো যাচ্ছে না।
৭ ঘণ্টা আগেবৃষ্টি দেখে দুশ্চিন্তায় পড়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখানের আলুচাষিরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে দেখা যায়। এদিকে আবহাওয়া অধিদপ্তরও বলছে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনার রয়েছে। কৃষকেরা বলছেন, ভারী বৃষ্টি হলে আলুর জমির অনেক ক্ষতি হবে। আলুখেতে অতিরিক্ত পান
৭ ঘণ্টা আগেমায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
৭ ঘণ্টা আগে