সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
এদিন সকাল থেকে হেলিকপ্টার দেখতে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় করেন।
এ সময় আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, ‘আমার আয়নাল ছোটবেলায় হেলিকপ্টারের বিকট শব্দ শুনে ভয়ে দৌড়ে আমার আঁচলের নিচে আশ্রয় নিত। আজ সেই আয়নাল ভয়কে জয় করে ওই হেলিকপ্টারে উড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসল। আমার যে কী খুশি লাগতেছে, আর গর্ব হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না।’
জানা গেছে, আয়নাল হক প্রায় ২২ বছর সৌদি আরবে থাকেন। তিনি চার বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন, তখন মা কমলা খাতুন ছেলেকে বলেন, ‘হেলিকপ্টারে উড়তে কেমন লাগে বাবা?’ ওই দিনই আয়নাল হক তাঁর মাকে হেলিকপ্টারে চড়ানোর সংকল্প করে আবার সৌদি আরব চলে যান। সম্প্রতি আয়নাল হক ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে তাঁর মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে সৌদি আরবে নেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে আয়নাল তাঁর পরিবারসহ ঢাকা বিমানবন্দরে আসেন। পরে মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে সখীপুরে আসেন।
আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে কী যে ভালো লাগছে, আর নিজেকে হালকা লাগছে তা বলে বোঝাতে পারব না। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
মায়ের স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড়চওনা গ্রামের প্রবাসী আয়নাল হক। বৃদ্ধ মাকে বিদেশে ঘুরিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি এনেছেন তিনি। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাকে হেলিকপ্টারে নিয়ে উপজেলার বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে অবতরণ করেন তিনি।
এদিন সকাল থেকে হেলিকপ্টার দেখতে বড়চওনা উচ্চবিদ্যালয় মাঠে উৎসুক জনতা ভিড় করেন।
এ সময় আয়নাল হকের মা কমলা খাতুন বলেন, ‘আমার আয়নাল ছোটবেলায় হেলিকপ্টারের বিকট শব্দ শুনে ভয়ে দৌড়ে আমার আঁচলের নিচে আশ্রয় নিত। আজ সেই আয়নাল ভয়কে জয় করে ওই হেলিকপ্টারে উড়িয়ে আমাকে বাড়িতে নিয়ে আসল। আমার যে কী খুশি লাগতেছে, আর গর্ব হচ্ছে, তা মুখে বলে বোঝাতে পারব না।’
জানা গেছে, আয়নাল হক প্রায় ২২ বছর সৌদি আরবে থাকেন। তিনি চার বছর আগে ছুটিতে দেশে এসেছিলেন, তখন মা কমলা খাতুন ছেলেকে বলেন, ‘হেলিকপ্টারে উড়তে কেমন লাগে বাবা?’ ওই দিনই আয়নাল হক তাঁর মাকে হেলিকপ্টারে চড়ানোর সংকল্প করে আবার সৌদি আরব চলে যান। সম্প্রতি আয়নাল হক ওমরাহ হজ্ব পালনের উদ্দেশে তাঁর মা, স্ত্রী ও ছেলে-মেয়েকে সৌদি আরবে নেন। ওমরাহ পালন শেষে গতকাল সকালে আয়নাল তাঁর পরিবারসহ ঢাকা বিমানবন্দরে আসেন। পরে মায়ের স্বপ্ন পূরণ করতে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার করে সখীপুরে আসেন।
আয়নাল হক আজকের পত্রিকাকে বলেন, ‘মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে কী যে ভালো লাগছে, আর নিজেকে হালকা লাগছে তা বলে বোঝাতে পারব না। আমি আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ।’
খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. আরিফ হোসেন (১৯) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক মো. শাহিন (১৮) আহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যার দিকে উপজেলার বড়ডলু এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেমাদারীপুরের শিবচরের পথ-প্রান্তর ঢাকা পড়েছে ঘনকুয়াশায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় আজ রোববার সকালে সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। শীত ও ঘনকুয়াশায় বাজার-ঘাটে জনসমাগম কমে গেছে। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। অনেকে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন।
১ ঘণ্টা আগেজামালপুর শহরের বানিয়াবাজার এলাকায় ইজিবাইক চাপায় নুরুল হক জঙ্গি (৭৫) নামের এক প্রবীণ সাংবাদিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে শহরের বানিয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেঘন কুয়াশায় দেড় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও তিন ঘণ্টা পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে