Ajker Patrika

মসজিদে নামাজ পড়ানোর অনুমতি পেলেন সেই ইমাম

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১৮: ১০
মসজিদে নামাজ পড়ানোর অনুমতি পেলেন সেই ইমাম

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি জামে মসজিদের ইমাম রুহুল আমিনকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। আজ বুধবার ওই মসজিদে তিনি জোহরের নামাজ পড়িয়েছেন। কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) ও মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মসজিদ কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার জুলফিকার বলেন, ‘ইমাম সাহেবের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। পরে ইমাম সাহেব আমাদের কাছে ক্ষমা চেয়েছেন। ভবিষ্যতে আর এমন কাজ করবেন না বলে প্রতিশ্রুতি দেওয়ায় তাঁকে মসজিদে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

ওই মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা রুহুল আমিন বলেন, ‘আমাকে আজ জোহরের নামাজ থেকে নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়েছে।’

গত রোববার রাতে তারাবিহ নামাজ শেষে মোনাজাতে ঘুষ-দুর্নীতি নিয়ে দোয়া করেন মসজিদের ইমাম রুহুল আমিন। তাতে ক্ষুব্ধ হয়ে প্রায়ই তিনি রাষ্ট্র ও সরকারবিরোধী বক্তব্য দেন এই অভিযোগ তুলে তাঁকে ইমামতি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এ নিয়ে আজকের পত্রিকায় খবর প্রকাশের পর কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ও মসজিদ কর্তৃপক্ষ আজ তাঁকে নামাজ পড়ানোর অনুমতি দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত