নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় ১৭৮ বছরের ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী চেংগ্নী গ্রামের গোপালবাড়িতে চেংগ্নী মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
দোল পূর্ণিমা উপলক্ষে তিন দিনব্যাপী এই মেলা ঘিরে চেংগ্নী মাঠে সাজ সাজ রব পড়ে গেছে। ১৭৮ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় লোকজনের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। স্থানীয় লোকজনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জ থেকেও উৎসুক জনতা মেলা দেখতে আসে। এ ছাড়া মেলায় ভারত সীমান্তঘেঁষা ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসেন। সারা দিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যান তাঁরা। এপার-ওপারের আদিবাসীসহ সবার মধ্যে দেখা যায় মৈত্রীর বন্ধন।
মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১৮৪৫ সাল থেকে সীমান্তবর্তী গোপালবাড়ি চেংগ্নী গ্রামে হাজং সম্প্রদায়ের পূজামণ্ডপে দোল পূর্ণিমা হয়ে আসছে। এই পূজা ঘিরেই প্রতিবছর মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে মেলা শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। মেলায় নানা পণ্যসামগ্রী নিয়ে দোকান বসেছে। এই মেলায় ভারত সীমান্তঘেঁষা ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসেন। সারা দিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যায় তারা। এপার-ওপারের আদিবাসীসহ সবার মধ্যে দেখা যায় মৈত্রীর বন্ধন।
মেলায় আসা ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা অরুণ চন্দ্র দাস জানান, এই প্রথমবার তিনি মেলায় এসেছেন। তবে এই মেলার কথা তিনি ছোটবেলা থেকে শুনছেন, কিন্তু কখনো আসা হয়নি। এবার এসে তাঁর ভালো লাগছে।
চেংগ্নী পূজামণ্ডপের সভাপতি বিনয় হাজং ও সাধারণ সম্পাদক জ্যোতির্ময় হাজং বলেন, ১৭৮ বছর ধরে আমাদের পূজামণ্ডপে পূজা হয়। পূজামণ্ডপে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। হাজং সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনেন। ভক্তদের জন্য প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে ঐতিহ্য মেনে এবারও মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় লোকজনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলা থেকে ব্যাপক দর্শনার্থী মেলায় আসে। আশা করছি সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে এই মেলা সম্পন্ন হবে।
এ বিষয়ে কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, মেলা ঘিরে একটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মেলায় যাতে কোনো অনৈতিক ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সাদা পোশাকে পুলিশ নজরদারি করছে।
নেত্রকোনার কলমাকান্দায় ১৭৮ বছরের ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা শুরু হয়েছে। উপজেলার সীমান্তবর্তী চেংগ্নী গ্রামের গোপালবাড়িতে চেংগ্নী মেলা গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এ মেলা চলবে শুক্রবার পর্যন্ত।
দোল পূর্ণিমা উপলক্ষে তিন দিনব্যাপী এই মেলা ঘিরে চেংগ্নী মাঠে সাজ সাজ রব পড়ে গেছে। ১৭৮ বছরের ঐতিহ্যবাহী এই মেলায় লোকজনের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে উঠেছে। স্থানীয় লোকজনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জ থেকেও উৎসুক জনতা মেলা দেখতে আসে। এ ছাড়া মেলায় ভারত সীমান্তঘেঁষা ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসেন। সারা দিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যান তাঁরা। এপার-ওপারের আদিবাসীসহ সবার মধ্যে দেখা যায় মৈত্রীর বন্ধন।
মেলা পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, ১৮৪৫ সাল থেকে সীমান্তবর্তী গোপালবাড়ি চেংগ্নী গ্রামে হাজং সম্প্রদায়ের পূজামণ্ডপে দোল পূর্ণিমা হয়ে আসছে। এই পূজা ঘিরেই প্রতিবছর মেলার আয়োজন করা হয়। মঙ্গলবার থেকে মেলা শুরু হয়ে চলবে শুক্রবার পর্যন্ত। মেলায় নানা পণ্যসামগ্রী নিয়ে দোকান বসেছে। এই মেলায় ভারত সীমান্তঘেঁষা ওপারের তরুণ-তরুণীরা দল বেঁধে সীমান্ত পারি দিয়ে মেলায় আসেন। সারা দিন মেলায় কাটিয়ে সন্ধ্যার আগেই ফিরে যায় তারা। এপার-ওপারের আদিবাসীসহ সবার মধ্যে দেখা যায় মৈত্রীর বন্ধন।
মেলায় আসা ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা অরুণ চন্দ্র দাস জানান, এই প্রথমবার তিনি মেলায় এসেছেন। তবে এই মেলার কথা তিনি ছোটবেলা থেকে শুনছেন, কিন্তু কখনো আসা হয়নি। এবার এসে তাঁর ভালো লাগছে।
চেংগ্নী পূজামণ্ডপের সভাপতি বিনয় হাজং ও সাধারণ সম্পাদক জ্যোতির্ময় হাজং বলেন, ১৭৮ বছর ধরে আমাদের পূজামণ্ডপে পূজা হয়। পূজামণ্ডপে প্রতিদিনই বিভিন্ন অঞ্চল থেকে আসা কীর্ত্তনীয়া দল হরিনাম সংকীর্তন পরিবেশন করবে। হাজং সম্প্রদায়ের বিপুলসংখ্যক ভক্ত, নারী-পুরুষ হরিনাম সংকীর্তন শোনেন। ভক্তদের জন্য প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আর এই পূজা উপলক্ষে ঐতিহ্য মেনে এবারও মেলার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় লোকজনের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহ ও সুনামগঞ্জ জেলা থেকে ব্যাপক দর্শনার্থী মেলায় আসে। আশা করছি সবার সহযোগিতায় সুষ্ঠু পরিবেশে এই মেলা সম্পন্ন হবে।
এ বিষয়ে কলামাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, মেলা ঘিরে একটি পুলিশ দল মোতায়েন করা হয়েছে। এ ছাড়া মেলায় যাতে কোনো অনৈতিক ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে, সাদা পোশাকে পুলিশ নজরদারি করছে।
কুষ্টিয়ার দৌলতপুরে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ড হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
২১ মিনিট আগেরাজধানীর সবুজবাগ থানাধীন ভাইগদিয়া এলাকায় মো. নয়ন আহম্মেদ ওরফে রমজান নামের এক যুবককে পিটিয়ে মেরেছে স্থানীয় জনতা। গতকাল বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় রমজানের এক সহযোগীকে জনরোষ থেকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের খোলা স্পটে বর্জ্য অপসারণের সময় বোমা বিস্ফোরণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চারজন পরিচ্ছন্নতা কর্মী আহত হয়েছেন। তারা হলেন মো. আলমগীর হোসেন (৩৬), মো. ইয়াছিন (৪০), আসাদ মিয়া (৫৮) ও সাইফুল ইসলাম (৪৭)। আহত পরিচ্ছন্নতা কর্মীরা বর্তমানে রাজধানীর শহীদ সোহ্রাওয
৯ ঘণ্টা আগেরাজধানীর বনশ্রীতে লেগুনা স্ট্যান্ডের টাকা তোলাকে কেন্দ্র করে মো. হাসান হাওলাদার (১৯) হত্যা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে রামপুরা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৯ ঘণ্টা আগে