নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মো. সোহাগ মিয়া খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বনগ্রামে সোহাগের বাড়িতে এ হামলা হয়।
ভুক্তাভোগীরা জানান, আজ সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় বসতঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বলেন, ‘আমরা তো সবাই প্রতিবেশী। সামান্য বিষয় নিয়ে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয়েছে। আমরাই সমাধান করে নেব।’
খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িঘরে হামলা করেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
নান্দাইল মডেল থানার (উপরিদর্শক) এসআই পিন্টু চন্দ দে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
ময়মনসিংহের নান্দাইলে ছাত্রদলের এক নেতার বাড়িতে আওয়ামী লীগের নেতৃত্বে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই নেতাসহ তিনজন আহত হয়েছেন।
ভুক্তভোগী মো. সোহাগ মিয়া খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে ইউনিয়নের বনগ্রামে সোহাগের বাড়িতে এ হামলা হয়।
ভুক্তাভোগীরা জানান, আজ সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অতর্কিত হামলা চালায়।
এ সময় বসতঘর ভাঙচুর, গোয়ালঘরে আগুন ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নেওয়া হয়।
এ ঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হন। তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক হাবিবুর বলেন, ‘আমরা তো সবাই প্রতিবেশী। সামান্য বিষয় নিয়ে ইটপাটকেল ছোড়াছুড়িতে আহত হয়েছে। আমরাই সমাধান করে নেব।’
খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, ‘আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বাড়িঘরে হামলা করেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
নান্দাইল মডেল থানার (উপরিদর্শক) এসআই পিন্টু চন্দ দে বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় দু-তিনজন আহত হয়েছেন। স্থানীয়দের বিষয়টি মীমাংসার কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের ২৯ তম জলবায়ু সম্মেলন (কপ ২৯) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন। আজ সোমবার এই সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা এবং ভবিষ্যতের জন্য শিক্ষা
১ ঘণ্টা আগেচাঁদপুরে মেঘনা নদীতে জাহাজে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্টাফ জুয়েল রানাকে (২৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার শ্বাসনালি কেটে গেছে। শ্বাস নেয়ার জন্য গলায় অপারেশন করে কৃত্রিম শ্বাসনালি লাগানো হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে ঢাকায় নিয়ে আসা
১ ঘণ্টা আগেপটুয়াখালী দশমিনায় হত্যা মামলার আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দশমিনা থানা–পুলিশ আসামিকে নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গতকাল রোববার তাকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের ২০২৪-২০২৫ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আব্দুস সালাম সভাপতি ও মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২ ঘণ্টা আগে