Ajker Patrika

গোপনে বিয়ের পর সালিসে অস্বীকার, কলেজছাত্রীর আত্মহত্যা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
গোপনে বিয়ের পর সালিসে অস্বীকার, কলেজছাত্রীর আত্মহত্যা

পরিবারকে না জানিয়ে গোপনে বিয়ে করেন প্রেমিক যুগল। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে বসে দরবার। সেই দরবারে বিয়ের কথা স্বীকার করেন প্রেমিক আকাশ সরকার (২০)। পাশাপাশি ডিভোর্সের বিষয়টিও জানান তিনি। সেই কষ্ট সহ্য করতে না পেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন কলেজছাত্রী মর্জিনা আক্তার (১৮)। 

গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ শনিবার দুপুরে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন মৃত মর্জিনার বাবা মো. বাদশা। 

অভিযুক্ত আকাশ উপজেলার ধানীখোলা ইউনিয়নের ভাওয়ালিয়াপাড়া গ্রামের আশরাফ সরকারের ছেলে। অন্যদিকে মৃত মর্জিনা একই ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের বাদশার মেয়ে। ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। 

মামলা ও পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই বছর আগে মর্জিনা আক্তারের সঙ্গে আকাশ সরকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তিন মাস আগে ওই প্রেমিকযুগল গোপনে বিয়ে করেন। বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হওয়ার পর থেকে ওই আকাশ মেয়েটিকে এড়িয়ে চলতে থাকেন। গত ১১ আগস্ট বুধবার তাঁর অধিকার আদায় করতে ছেলের বাড়িতে অবস্থান নেন। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিকেলে মেয়ের উপস্থিতিতেই পৌরশহরের নওধার এলাকায় ছেলের নানাবাড়িতে বসে সালিস। সালিসে মর্জিনাকে বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেন প্রেমিক আকাশ। এ সময় মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে তিনি। এ ঘটনার পর শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মর্জিনা। খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ত্রিশাল থানা-পুলিশ। 

মর্জিনার বাবা বাদশা বলেন, ‘আমার মেয়ের সঙ্গে আকাশের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। গোপনে বিয়েও করে তারা। আকাশ সবকিছু অস্বীকার করে সালিসে। মর্জিনার চরিত্র নিয়েও কথা তোলে সে। আর সেই অপমান আর এ সকল কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আমার মেয়ে।’ 

এ ব্যাপারে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। ছেলের বাবা আশরাফকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছেন আকাশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ঢাবি ছাত্রীকে যৌন হেনস্তাকারীর পক্ষে নামা ‘তৌহিদী জনতার’ আড়ালে এরা কারা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত