গৌরীপুরে দোকানের সিলিং কেটে ১৮০ মোবাইল চুরি

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের উত্তর বাজারে দেশ মোবাইল নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে দোকানের সিলিং কেটে দোকানে প্রবেশ করে ১৮০টি বাটন মোবাইল নিয়ে যায় চোর। 

দোকানের মালিক জহিরুল ইসলাম রমজান বলেন, ‘মঙ্গলবার রাত প্রায় ১২টায় দোকান বন্ধ করে বাসায় চলে যাই। সকালে এসে দেখি মোবাইলের খালি প্যাকেটগুলো মেঝেতে পড়ে আছে ও ওপরে সিলিং কাটা। ১৮০টি মোবাইল নিয়ে গেছে চোর।’ 

পাশের প্রিন্স মোবাইলের স্বত্বাধিকারী সাইদুর রহমান লিটু বলেন, গত কয়েক বছরে একই এলাকায় ৭-৮টি দোকানে চুরির ঘটনা ঘটেছে, কিন্তু পুলিশ আজ পর্যন্ত কোনো মালামাল উদ্ধার করতে পারেনি বা চোর ধরতে পারেনি, যে কারণে চুরির ঘটনা বাড়ছে। রাতে ঘুমাতে গেলেও এখন আমাদের আতঙ্কে থাকতে হয়, কখন দোকানে চুরি হয়ে যায়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে চোর শনাক্ত করার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত