প্রতিমন্ত্রীকে এলাকা থেকে উৎখাত করা হবে: উপজেলা চেয়ারম্যান

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৩, ১৯: ২৫
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৯: ৩৩

মুক্তাগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাই আকন্দ হুঁশিয়ারি উচ্চরণ করে বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবুকে এলাকা থেকে উৎখাত করা হবে।’ বিগত পাঁচ বছর সরকারের প্রতিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অনুসারীদের বিরুদ্ধে হত্যা চাঁদাবাজি এবং দখলদারিত্বসহ নানা অনিয়মের অভিযোগ তুলে আজ সোমবার এক সমাবেশে চেয়ারম্যান এই হুঁশিয়ারি দেন।

মুক্তাগাছা মুক্তিযোদ্ধা জনতা মঞ্চ বিএনপির নৈরাজ্য ও যুবলীগ নেতা আসাদ হত্যার প্রতিবাদে সরকারি কলেজ মাঠে এই সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান আরও বলেন, সারা দেশে উন্নয়ন হলেও মুক্তাগাছায় দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি। খালিদ বাবু বরাদ্দের সকল টাকা লুঠে খেয়েছে।

দলীয় নেতাকর্মীকে হত্যাসহ অমানুষিক নির্যাতনে অনেক নেতা পুঙ্গত্ববরণ অবস্থায় রয়েছে। এখন জবাবদিহিতার সময় এসেছে। তাই আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। সবকিছুর জবাব নেওয়া হবে।

সমাবেশে মুক্তিযোদ্ধা জনতার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মুক্তাগাছা শহর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ইদ্রিস আলী আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক এবিএম জহিরুল হক জহির, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য-গবেষণা বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমান মশিউর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ বাপ্পী।

জানা গেছে, গত ২৮ আগস্ট রাতে মুক্তাগাছায় আসাদুজ্জামান আসাদ (৩২) নামে এক যুবলীগকর্মীকে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। নিহত আসাদ উপজেলার তারাটী পূর্বপাড়া গ্রামের শামসুল হকের ছেলে এবং প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ নায়েবের ভাতিজা। তিনি উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ গ্রুপের যুবলীগ কর্মী ছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত