Ajker Patrika

কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির হত্যাযজ্ঞ চালিয়েছে: এমপি সুমন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০০: ১৫
কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির হত্যাযজ্ঞ চালিয়েছে: এমপি সুমন

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহমুদ হাসান সুমন বলেছেন, দেশের উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর হত্যাযজ্ঞ চালিয়েছে তারা। 

আজ বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি শেষে এসব কথা বলেন তিনি। 

এ সময় মাহমুদ হাসান সুমন বলেন, ‘স্বাধীনতার বায়ান্ন বছরেও যা উন্নয়ন হয়নি, বিগত ১৫ বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে।’ 

তিনি বলেন, ‘সেই উন্নয়নের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে এবং দেশের সম্পদকে ধ্বংস করতে বিএনপি-জামায়াত-শিবির এক মহাযজ্ঞ চালিয়েছে। শুধু তা-ই নয়, ছাত্রদের কোটা আন্দোলনের ওপর ভর করে বিএনপি-জামায়াত-শিবির ও জঙ্গি বাহিনীকে দিয়ে তারেক রহমান একটি হত্যাযজ্ঞ চালিয়েছে। আমাদের সবার উচিত ঐক্যবদ্ধ হয়ে এদের প্রতিহত করা।’ 

মাহমুদ হাসান সুমন আরও বলেন, ‘শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে কোমলমতি শিক্ষার্থীদের ষড়যন্ত্র করে রাস্তায় নামিয়ে এনেছে। শিক্ষার্থীদের দাবি আমাদের সরকার মেনে নিয়েছে, আমাদের বিশ্বাস সাধারণ শিক্ষার্থীরা এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসবে। পরিশেষে তিনি দলীয় নেতা-কর্মীদের স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত শিবিরের অপশক্তির বিরুদ্ধে রাজপথে সোচ্চার থাকার আহ্বান জানান। 

দেশব্যাপী বিএনপি-জামায়াত-শিবিরের হত্যা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও চোরাগোপ্তা হামলার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন, ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা। 

এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে ঈশ্বরগঞ্জ পৌর স্মৃতিসৌধ চত্বরের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুনায়েদুল ইসলাম ভূঁইয়া সুমন এতে সঞ্চালনা করেন। 

এ সময় বক্তব্য দেন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন, আবু বকর সিদ্দিক দুলাল ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল মুনসুর আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ওয়ালিউল্লাহ রাসেল প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত