ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
ময়মনসিংহে বিএনপির গণ-অবস্থান চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
আজ বুধবার দুপুরে নগরীর হরি কিশোর রায় রোডে বিএনপির কর্মসূচির মঞ্চের ২০০ গজ দূরে এ ঘটনা ঘটে। এ সময় বিস্ফোরণের শব্দও শোনা যায়।
বিএনপির কেন্দ্রীয় (ভারপ্রাপ্ত) দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর হরি কিশোর রায় রোড এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীকে নিয়ে গণ-অবস্থান কর্মসূচি শুরু করি। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দা ও লাঠি নিয়ে হামলা করে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে বিএনপির নেতা-কর্মীরা প্রতিহত করলে হামলাকারীরা পিছু হটে।
এর আগে নগরীর যুবলীঘাট এলাকায় গফরগাঁও থেকে আসা নেতা-কর্মীদের বাসে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান বলেও তিনি অভিযোগ করেন।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের কোনো নেতা-কর্মী হামলার সঙ্গে জড়িত না। তারা (বিএনপি) নিজেরাই এসব করে আমাদের ওপর দায় চাপাতে চাইছে।’
বাবুল আরও বলেন, ‘কোনো পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে কি না, তা আমার জানা নেই। তা ছাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আমাদের দলীয় কার্যালয়ে আলোচনা করছি।’
এ বিষয়ে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুল ইসলাম বলেন, ‘আমি সকাল থেকেই বিএনপির গণ-অবস্থান কর্মসূচি এলাকায় আছি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই। তবে, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’
মাহিনের চাচা হাসান রহমান বলেন, ‘এখানে শতভাগ অবহেলা ছিল। একটা তার ঝুলে পড়বে গায়ের মধ্যে এটা কখনোই মেনে নেওয়া যায় না। এর সুষ্ঠু তদন্ত চাই।’ রংপুর বিভাগ, রংপুর জেলা, গাজীপুর, বাস, আগুন, জেলার খবর
৪ মিনিট আগেডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ঢাকা মহানগরীতে প্রায় দুই কোটি লোকের বসবাস। ঢাকাবাসীকে যেকোনো উপায়ে নিরাপদ রাখতে হবে। দায়িত্ব থেকে আমাদের পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত কল্যাণ সভায় ঢাকা মেট্রোপলিটন..
২৩ মিনিট আগেবাগেরহাটের কচুয়া উপজেলায় বলেশ্বর ও ভৈরব নদের তীর দীর্ঘদিন পর পরিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৩ নভেম্বর) ভোর ৬টার দিকে কচুয়া জিরো পয়েন্ট থেকে এই কার্যক্রম শুরু হয়।
২৯ মিনিট আগেবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত বিলম্বিত হবে, ষড়যন্ত্র তত বাড়তে থাকবে। তাই দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের কোনো বিকল্প নেই।
১ ঘণ্টা আগে