শেরপুরে পুলিশের সামনে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ভিডিও ১৮ দিন পর ভাইরাল

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১১ এপ্রিল ২০২২, ১৬: ৫৬
আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৫: ২৪

শেরপুরের শ্রীবরদীতে পুলিশের সামনেই শেখবর আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৩ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি গতকাল রোববার ভাইরাল হয়। ভিডিওটি ভাইরালের পর থেকেই জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। 

স্থানীয়রা জানায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের মৃত শরাফত আলীর ছেলে জাকির হোসেন জিকোর সঙ্গে প্রতিবেশী মোফাজ্জল হোসেনের ছেলে শেখবর আলীর জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে গত মঙ্গলবার (২২ মার্চ) প্রতিপক্ষ জিকোসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শেখবর আলীর মা মাহফুজা বেগম। পরদিন (২৩ মার্চ) শ্রীবরদী থানার এসআই ওয়ারেস ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় পুলিশের উপস্থিতিতেই ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জিকো, সাইফুল ইসলামসহ ৪ থেকে ৫ জন শেখবর আলীর ওপর হামলা চালায়। গলায় ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান শেখবর। 

এদিকে ওই হত্যাকাণ্ডের ঘটনায় শেখবর আলীর ছোট ভাই মাহফুজ বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ ও ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় মূল অভিযুক্তসহ ৬ জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পুলিশের সামনেই অতর্কিতভাবে দা, গরু জবাই করার ছুরি ও লাঠিসোঁটা নিয়ে শেখবর আলীর ওপর উপর্যুপরি আঘাত করে জিকো, সাইফুলসহ অন্যরা। মুহূর্তের মধ্যে ঘটনার আকস্মিকতায় পুলিশ সদস্যরাও হতবিহ্বল হয়ে পড়েন। পরে পুলিশকেও ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় জিকোর লোকজন। 

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি জিকো, তাঁর ভাই জজ মিয়া ও সাইফুলসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতের কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে জিকো ও সাইফুল। এ ছাড়া এ ঘটনায় পুলিশের এসআই ওয়ারেস আলীকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। এলাকায় নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

ভারতের পাল্টা আক্রমণে দিশেহারা অস্ট্রেলিয়া

ঢাকা কলেজে সংঘর্ষকালে বোমা বিস্ফোরণের ছিটকে পড়েন সেনাসদস্য—ভাইরাল ভিডিওটির প্রকৃত ঘটনা

ঐশ্বরিয়ার বিচ্ছেদের খবরে মুখ খুললেন অমিতাভ

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত