Ajker Patrika

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের সুলতান গ্রেপ্তার  

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ২৯
যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের সুলতান গ্রেপ্তার  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ময়মনসিংহের সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল রোববার রাতে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। 

আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪-এর অতিরিক্ত ডিআইজি ও অধিনায়ক মোহাম্মদ মহিবুল ইসলাম খান সাংবাদিকদের এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে মহিবুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালে গণহত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, অপহরণ ও ধর্ষণের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ২৩ জানুয়ারি সুলতান মাহমুদ ফকিরসহ ছয়জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ ছাড়া সংখ্যালঘুদের ধর্ষণ ও অমানবিক নির্যাতনের অভিযোগে সুলতান মাহমুদকে পৃথকভাবে আরও ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়। 

কিন্তু আসামি পলাতক ছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ময়মনসিংহ নগরীর ভাটিকাশর এলাকায় অভিযান চালিয়ে সুলতান মাহমুদ ফকিরকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত