নজরুল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি’র কর্মশালা

নজরুল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
Thumbnail image

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘কর্মচারীবৃন্দের দায়িত্ব ও কর্তব্য, শিষ্টাচার বিষয়ক’ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ সোমবার প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় 

প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘আমাদের জীবনের সকল ক্ষেত্রে প্রতিযোগিতা বিদ্যমান। প্রতিযোগিতায় ভালো করার মধ্য দিয়ে জীবনের বিকাশ হয়। তাই আমরা যদি যোগ্যতা ও দক্ষতার উন্নয়ন করতে পারি তবেই প্রতিযোগিতায় বিজয়ী হওয়া সম্ভব।’ 

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুশাররাত শবনমের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন। এ ছাড়া বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আব্দুল মোমেন মিয়া ও বিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ূন কবীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত