ময়মনসিংহ প্রতিনিধি
জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবিনা ইয়াসমিন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে।
রিয়াজুল হক ৩৫তম বিসিএস নন–ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ পান। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডীমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তাঁর ছেলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। নাহিদ ধর্ষণচেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে তাঁর (বাদী) স্বামী মারা যান। এর পর থেকে বিল্লাল হোসেন তাঁর জমি দখলের চেষ্টা করে আসছেন।
ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, ‘আমার মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
জমি নিয়ে বিরোধে ময়মনসিংহের মুক্তাগাছায় সহকারী রাজস্ব কর্মকর্তা রিয়াজুল হক রিয়াদকে (৩১) হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর মা রুবিনা ইয়াসমিন।
ঘটনাটি ঘটে গতকাল শনিবার রাতে কেশবপুর চেচুয়া বাজার হাজী মার্কেটের সামনে।
রিয়াজুল হক ৩৫তম বিসিএস নন–ক্যাডার থেকে জাতীয় রাজস্ব বোর্ডে নিয়োগ পান। তিনি উপজেলার দুল্লা ইউনিয়নের চণ্ডীমণ্ডপ গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
অভিযোগ সূত্র জানা যায়, বাদী রুবিনা ইয়াসমিন বিবাদী বিল্লাল হোসেন (৫৫) ও তাঁর ছেলে মো. নাহিদ (২৮) একই এলাকার বাসিন্দা। বিল্লাল ও তাঁর ছেলে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। নাহিদ ধর্ষণচেষ্টা মামলার আসামি। ২০১৬ সালে তাঁর (বাদী) স্বামী মারা যান। এর পর থেকে বিল্লাল হোসেন তাঁর জমি দখলের চেষ্টা করে আসছেন।
ঘটনার দিন শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জমি নিয়ে বিরোধে কথা-কাটাকাটির একপর্যায়ে বিল্লাল হোসেন তাঁর লোকজন নিয়ে রিয়াদের ওপর হামলা করে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা রিয়াদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
আহত রিয়াজুল হক রিয়াদ বলেন, ‘আমার মাকে মেরে ফেলার টার্গেট নিয়ে তারা হামলা করেছে। লোহার রড দিয়ে মাথা ও শরীরে এলোপাতাড়ি মারতে থাকলে লোকজন এসে রক্ষা করে। পরে হাসপাতালে ভর্তি হলে চারটি সেলাই লাগে।’ এ বিষয়ে কথা বলতে অভিযুক্তদের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় তাঁদের বক্তব্য জানা যায়নি।
মুক্তাগাছা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা রুজু হবে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
১ ঘণ্টা আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে