গফরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাক্টরের চাপা, কলেজছাত্র নিহত 

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেলে ট্রাক্টরের চাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্র। আজ বুধবার বেলা ১১টার দিকে গফরগাঁও-রসুলপুর সড়কের পুখুরিয়া বাজার সংলগ্ন ময়নার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত কলেজছাত্রের নাম আল মামুন রাব্বী (১৮)। গুরুতর আহত আরাফাত হোসেন (১৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। 

নিহত রাব্বী রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের বাসিন্দা প্রবাসী চাঁন মিয়ার ছেলে। তিনি গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র। 

গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুর্ঘটনা তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাব্বি সালটিয়া ইউনিয়নের রৌহা নামাপাড়া গ্রামে মামার বাড়ি থেকে আজ সকালে সহপাঠী আরাফাতের মোটরসাইকেলে কোচিং ক্লাস করতে কলেজে যায়। ফেরা পথে গফরগাঁও-রসুলপুর সড়কের পুখুরিয়া বাজার সংলগ্ন ময়নার মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে লরির নিচে চাপা পড়ে রাববী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিলে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাওহীদ ইবনে আলাউদ্দিন বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় রোগীকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনূজ্জামান খান বলেন, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসা হয়েছে। লরিসহ চালক পলাতক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত