কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে চালক নিহত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১৫: ০১
খাদ থেকে মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার কলমাকান্দায় লরি উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের আশারানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁর লাশ উদ্ধার করে।

নিহত লরি চালকের নাম নিলয় দাস (২১)। তিনি উপজেলার সদর ইউনিয়নের গুজাকুলিয়া গ্রামের যতিন্দ্র দাসের ছেলে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও দমকল বাহিনী জানান, শুক্রবার ভোরে রাতে লরিতে বালু বোঝাই করে উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন নিলয় দাস। পথে আশারানী নামক এলাকায় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সকালে খাদে লরি উল্টে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে লাশ উদ্ধার করে।

ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিলয় দাসের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত