মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
বিশাল খেলার মাঠ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে রয়েছে ভবন, আছে ক্রীড়া সংস্থার কমিটিও। কিন্তু বছরজুড়ে খেলাধুলার কোনো আয়োজন নেই। নিজেদের চাঁদার টাকায় খেলার সামগ্রী কিনে খেলাধুলা করেন তরুণেরা। সব আয়োজন থাকার পরও ব্যবহার করার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ তাঁরা।
এমন চিত্র নেত্রকোনার মোহনগঞ্জ ক্রিয়া সংস্থার। কাগজে কলমে সংস্থাটির অস্তিত্ব থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। পৌরশহরের মাইলোড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বিশাল মাঠ ও ভবন থাকলেও নেই কোনো খেলার আয়োজন। ক্রীড়া সংস্থার কমিটি থাকলেও তাদের কোনো কার্যক্রম নেই। তিন বছর মেয়াদি এ কমিটি বহু আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও কোনো সভা ডাকা হয়নি। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ভুলেই গেছেন তাঁদের দায়িত্ব!
বর্তমানে যতটুকু খেলাধুলা হয়, তার সবটুকুই নিজেদের উদ্যোগে। মিনি স্টেডিয়ামের ভবনটিতে বর্তমানে ওএমএসের চাল বিতরণ করা হয়।
এলাকার তরুণদের নিয়ে প্রায়ই খেলাধুলার আয়োজন করেন কামরুল ইসলাম ও আমিরুল ইসলাম মানিক নামে দুই সাবেক খেলোয়াড়। খেলার প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকেই তাঁদের এ উদ্যোগ। তাঁরা ক্ষোভের সঙ্গে বলেন, এখানে মাঠ থাকলেও খেলাধুলার কোনো আয়োজন নেই। এমনকি খেলার সরঞ্জাম কিনে দেওয়া বা উদ্বুদ্ধ করার মতোও কেউ নেই। আমরা নিজেরা চাঁদা তুলে শিক্ষার্থীদের নিয়ে টুকটাক খেলাধুলা করি। ক্রীড়া সংস্থা বা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে টুর্নামেন্ট ছাড়া হলে তরুণেরা খেলাধুলায় আগ্রহী হতো। করোনার সময়টাতেও আমরা নিজের চেষ্টায় খেলাধুলাটা চালু রেখেছি। এতে করে শিক্ষার্থীরা খারাপ অভ্যাসে জড়াবে না। সুস্থ মনমানসিকতা বজায় রাখা ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তাঁরা।
তিন বছরের বেশি সময় আগে মোহনগঞ্জ ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছিল। পদাধিকার বলে এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবু ফয়েজ চৌধুরী কেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আরেক আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম খোকন। তবে এ কমিটি কত সদস্য বিশিষ্ট হয়েছিল তার তথ্য জানেন না সংশ্লিষ্টরা।
স্থানীয় তরুণদের দাবি, ক্রীড়া সংস্থার কমিটির বড় পদগুলোতে ক্রীড়া প্রেমীদের রাখা হোক। তাতে খেলাধুলার প্রতি তাঁদের টান থাকবে। এভাবে রাজনৈতিক নেতাদের দিয়ে কমিটি গঠন করা হলে এমন দশাই হবে!
ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন বলেন, ‘খেলাধুলার আয়োজন হলে তরুণেরা এ দিকে আকৃষ্ট হবে। ফলে শারীরিক ফিটনেসের পাশাপাশি মাদক থেকেও দূরে থাকবে। তবে দুঃখজনক হলো-তিন বছর মেয়াদি ক্রীড়া সংস্থার কমিটি গঠন করার পর এর মেয়াদ চলে গেছে তবু আজ পর্যন্ত একটি সভাও হয়নি। এটি শুধু নামের কমিটি। কাজ বলতে কিছুই হয়নি। এত বড় মাঠ, ভবন তবুও খেলার কোনো আয়োজন নেই। খেলার জন্য এক বেশি বাজেট বরাদ্দের দরকার নেই।’
এই নিষ্ক্রিয়তার বিষয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু ফয়েজ চৌধুরী কেনু বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের কোনো বাজেট নেই। আর এখন তো ফুটবল খেলার সময় না। ফুটবল খেলার সময় (বর্ষাকাল) এলে সেটা হয়তো দেখা যেতে পারে। ক্রিকেট খেলাতে ঝগড়া হয়। তাই ক্রিকেট খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয় না। তবে বাজেটের জন্য ইউএনওকে অনেকবার বলেছি, অনেক রেজ্যুলেশন করেছি। কিন্তু কোনো বাজেট বরাদ্দ পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ‘খেলাধুলার সরঞ্জামাদি কেনার কোনো বাজেট নেই। ক্রীড়া সংস্থার কমিটির মেয়াদও হয়তো শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বাজেট বরাদ্দ সংগ্রহ করে সরঞ্জামাদি কিনে খেলাধুলার আয়োজন করা হবে।’
বিশাল খেলার মাঠ, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে রয়েছে ভবন, আছে ক্রীড়া সংস্থার কমিটিও। কিন্তু বছরজুড়ে খেলাধুলার কোনো আয়োজন নেই। নিজেদের চাঁদার টাকায় খেলার সামগ্রী কিনে খেলাধুলা করেন তরুণেরা। সব আয়োজন থাকার পরও ব্যবহার করার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ তাঁরা।
এমন চিত্র নেত্রকোনার মোহনগঞ্জ ক্রিয়া সংস্থার। কাগজে কলমে সংস্থাটির অস্তিত্ব থাকলেও বাস্তবে কোনো কার্যক্রম নেই। পৌরশহরের মাইলোড়া এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের বিশাল মাঠ ও ভবন থাকলেও নেই কোনো খেলার আয়োজন। ক্রীড়া সংস্থার কমিটি থাকলেও তাদের কোনো কার্যক্রম নেই। তিন বছর মেয়াদি এ কমিটি বহু আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেলেও কোনো সভা ডাকা হয়নি। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক ভুলেই গেছেন তাঁদের দায়িত্ব!
বর্তমানে যতটুকু খেলাধুলা হয়, তার সবটুকুই নিজেদের উদ্যোগে। মিনি স্টেডিয়ামের ভবনটিতে বর্তমানে ওএমএসের চাল বিতরণ করা হয়।
এলাকার তরুণদের নিয়ে প্রায়ই খেলাধুলার আয়োজন করেন কামরুল ইসলাম ও আমিরুল ইসলাম মানিক নামে দুই সাবেক খেলোয়াড়। খেলার প্রতি প্রচণ্ড ভালোবাসা থেকেই তাঁদের এ উদ্যোগ। তাঁরা ক্ষোভের সঙ্গে বলেন, এখানে মাঠ থাকলেও খেলাধুলার কোনো আয়োজন নেই। এমনকি খেলার সরঞ্জাম কিনে দেওয়া বা উদ্বুদ্ধ করার মতোও কেউ নেই। আমরা নিজেরা চাঁদা তুলে শিক্ষার্থীদের নিয়ে টুকটাক খেলাধুলা করি। ক্রীড়া সংস্থা বা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে টুর্নামেন্ট ছাড়া হলে তরুণেরা খেলাধুলায় আগ্রহী হতো। করোনার সময়টাতেও আমরা নিজের চেষ্টায় খেলাধুলাটা চালু রেখেছি। এতে করে শিক্ষার্থীরা খারাপ অভ্যাসে জড়াবে না। সুস্থ মনমানসিকতা বজায় রাখা ও মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই বলেও উল্লেখ করেন তাঁরা।
তিন বছরের বেশি সময় আগে মোহনগঞ্জ ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছিল। পদাধিকার বলে এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা আবু ফয়েজ চৌধুরী কেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আরেক আওয়ামী লীগ নেতা এমদাদুল ইসলাম খোকন। তবে এ কমিটি কত সদস্য বিশিষ্ট হয়েছিল তার তথ্য জানেন না সংশ্লিষ্টরা।
স্থানীয় তরুণদের দাবি, ক্রীড়া সংস্থার কমিটির বড় পদগুলোতে ক্রীড়া প্রেমীদের রাখা হোক। তাতে খেলাধুলার প্রতি তাঁদের টান থাকবে। এভাবে রাজনৈতিক নেতাদের দিয়ে কমিটি গঠন করা হলে এমন দশাই হবে!
ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম খোকন বলেন, ‘খেলাধুলার আয়োজন হলে তরুণেরা এ দিকে আকৃষ্ট হবে। ফলে শারীরিক ফিটনেসের পাশাপাশি মাদক থেকেও দূরে থাকবে। তবে দুঃখজনক হলো-তিন বছর মেয়াদি ক্রীড়া সংস্থার কমিটি গঠন করার পর এর মেয়াদ চলে গেছে তবু আজ পর্যন্ত একটি সভাও হয়নি। এটি শুধু নামের কমিটি। কাজ বলতে কিছুই হয়নি। এত বড় মাঠ, ভবন তবুও খেলার কোনো আয়োজন নেই। খেলার জন্য এক বেশি বাজেট বরাদ্দের দরকার নেই।’
এই নিষ্ক্রিয়তার বিষয়ে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু ফয়েজ চৌধুরী কেনু বলেন, ‘খেলাধুলার জন্য আমাদের কোনো বাজেট নেই। আর এখন তো ফুটবল খেলার সময় না। ফুটবল খেলার সময় (বর্ষাকাল) এলে সেটা হয়তো দেখা যেতে পারে। ক্রিকেট খেলাতে ঝগড়া হয়। তাই ক্রিকেট খেলার টুর্নামেন্ট আয়োজন করা হয় না। তবে বাজেটের জন্য ইউএনওকে অনেকবার বলেছি, অনেক রেজ্যুলেশন করেছি। কিন্তু কোনো বাজেট বরাদ্দ পাইনি।’
এ বিষয়ে জানতে চাইলে ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও সাব্বির আহমেদ আকুঞ্জি বলেন, ‘খেলাধুলার সরঞ্জামাদি কেনার কোনো বাজেট নেই। ক্রীড়া সংস্থার কমিটির মেয়াদও হয়তো শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে বাজেট বরাদ্দ সংগ্রহ করে সরঞ্জামাদি কিনে খেলাধুলার আয়োজন করা হবে।’
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
৪ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
৫ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
৫ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
৫ ঘণ্টা আগে