Ajker Patrika

গৌরীপুরে ‘পরকীয়ার জেরে’ এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি। 
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১১: ৫৫
গৌরীপুরে ‘পরকীয়ার জেরে’ এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া মহল্লায় পরকীয়ার জেরে পাওয়ার টিলারচালক জামাল মিয়াকে (৩৫) লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় যে নারীর সঙ্গে জামাল মিয়ার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়, তাঁর স্বামী শরীফ (৩৮), ছেলে সজীব (১৯) ও সজীবের বন্ধু মামুনকে (১৯) আটক করেছে গৌরীপুর থানার পুলিশ। 

জামাল মিয়া পৌর শহরের কলাবাগান এলাকার আব্দুল জলিলের ছেলে। 

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, পরকীয়ার জেরে জামালকে খুন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শরীফ, তাঁর ছেলে সজীব ও সজীবের বন্ধু মামুনকে আটক করা হয়েছে। শরীফের ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড ও রক্তাক্ত বিছানার চাদর জব্দ করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও শরীফের প্রতিবেশী সুমন মিয়া জানান, রাতে মাছ শিকার করে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় শরীফের ঘরে ধস্তাধস্তির আওয়াজ পান। ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করলে কেউ কথা বলেনি, বরং বাইরের বৈদ্যুতিক বাল্বটি ঘরের ভেতর থেকে বন্ধ করে দেয়। সন্দেহ হওয়ায় তিনি পাশের সড়কে অপেক্ষা করতে থাকেন। কিছুক্ষণ পর শরীফ, সজীব ও মামুন জামাল মিয়াকে ঘরের ভেতর থেকে বের করে বাইরে ফেলে দেন। জামাল রক্তাক্ত অবস্থায় সড়কে উঠে আসেন। তিনিসহ লোকজন জামালকে তাঁর বাসার সামনে নিয়ে যান। পরে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানেই মারা যান জামাল। 

গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৌপিয়া মজুমদার আজকের পত্রিকাকে বলেন, জামালের মাথা ও মুখে শক্ত কিছুর একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর মাথার খুলি, চোয়াল, নাক ও দাঁত ভেঙে গিয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। 

গৌরীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া বলেন, জামাল এবং ওই নারীর মধ্যে দীর্ঘদিন পরকীয়ার সম্পর্ক চলছে। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিস-দরবার হয়েছে, কিন্তু তাঁদের থামানো যায়নি। 

নিহত জামালের প্রতিবেশী কলাবাগান মহল্লার শাকিরুল জাকারিয়া বলেন, রাত আনুমানিক ৩টায় রক্তাক্ত অবস্থায় জামালকে লোকজন বাসার সামনে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে জামাল তাঁদের জানিয়েছেন, শরীফের কাছে তিনি টাকা পেতেন। এ নিয়ে কথা বলতে রাত ২টায় শরীফের স্ত্রী তাঁকে ফোন করে ডেকে নিয়ে যান। সেখানে শরীফ, মামুন ও সজীব তাঁকে মারধর করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত