ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদেশটি স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ।
মেয়র আব্দুল কাদের সেখ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ মেয়র পদ থেকে আমাকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ায় আমার ওপর ষড়যন্ত্র শুরু হয়। একপর্যায়ে আমার ওপর বরখাস্তের খড়্গ নেমে আসে। সবকিছুই এলাকাবাসী জানে।’
এর আগে গত ২৯ এপ্রিল ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে পৌরসভার ১১ জন কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনেন। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।
বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন মেয়র আব্দুল কাদের সেখ। আজ ওই রিটের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত করেন।
আব্দুল কাদের সেখের রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ‘আদালত সন্তুষ্ট হয়ে মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।’
২০২২ সালের ২৭ নভেম্বর পৌর মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন পৌর কাউন্সিলররা। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। ইসলামপুর পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জনই ওই আবেদনে স্বাক্ষর করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আজিজুর রহমান অভিযোগ তদন্ত করে সত্যতা পান। ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়।
জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার দুপুরে আদেশটি স্থগিত করেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি দ্বৈত বেঞ্চ।
মেয়র আব্দুল কাদের সেখ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আজ মেয়র পদ থেকে আমাকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট বিভাগ। আমার বিরুদ্ধে অযথা অভিযোগ তোলা হয়েছে। মূলত আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গত জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাওয়ায় আমার ওপর ষড়যন্ত্র শুরু হয়। একপর্যায়ে আমার ওপর বরখাস্তের খড়্গ নেমে আসে। সবকিছুই এলাকাবাসী জানে।’
এর আগে গত ২৯ এপ্রিল ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (পৌর-১ শাখা) উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে পৌরসভার ১১ জন কাউন্সিলর স্বেচ্ছাচারী আচরণ, সরকারি গুদামের মালামাল লুট, আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আনেন। তদন্তে এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় তাঁকে বরখাস্ত করে।
বরখাস্তের আদেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট করেন মেয়র আব্দুল কাদের সেখ। আজ ওই রিটের ওপর শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত করেন।
আব্দুল কাদের সেখের রিটের পক্ষে আদালতে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহার হোসেন সাজু। তিনি বলেন, ‘আদালত সন্তুষ্ট হয়ে মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে বরখাস্তের আদেশ স্থগিত করেছেন।’
২০২২ সালের ২৭ নভেম্বর পৌর মেয়র আব্দুল কাদের শেখের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন পৌর কাউন্সিলররা। একই সঙ্গে মেয়রের বিরুদ্ধে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের জন্য কাউন্সিলররা ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কাছেও লিখিত আবেদন করেন। ইসলামপুর পৌরসভার ১২ জন কাউন্সিলরের মধ্যে ১১ জনই ওই আবেদনে স্বাক্ষর করেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের যুগ্ম সচিব ও পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আজিজুর রহমান অভিযোগ তদন্ত করে সত্যতা পান। ২৯ এপ্রিল মেয়র পদ থেকে আব্দুল কাদের সেখকে সাময়িক বরখাস্ত করা হয়।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে রূপসী চাকমা নামে এক গৃহবধূ নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার উপজেলার দুর্গম মাচ্ছাছড়া এলাকায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এবং জেএসএস (সন্তু) গ্রুপের মধ্যে গোলাগুলির সময় ওই গৃহবধূ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
৫ মিনিট আগেসম্প্রতি রাজধানীর কাওরানবাজার ও চট্টগ্রামের পতেঙ্গাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশ সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল ও সমাজবিরোধী কিছু ব্যক্তির অসৌজন্যমূলক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর জন্য ‘মর্মান্তিক, চরম উদ্বেগজনক
৯ মিনিট আগেমোহন মিয়া (২৮) নামের এক যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার বগুড়া শহরতলির সাবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবি শাখার সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার আজকের পত্রিকাকে বলেন, ‘আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পান, তাহলে তাঁর বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখতে হবে। তাঁকে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে কি না, সেটি দেখতে হবে। এত তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন?’
৩ ঘণ্টা আগে