ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে সালিসে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ ডিসেম্বর) হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।
নিহত কৃষকের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর সঙ্গে প্রতিবেশী নসিম উদ্দিনের ছেলে রুহুল আমীনের পরিবারের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করতে গেলে নাসির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে সালিস বসে। সালিস চলাকালীন তর্কের একপর্যায়ে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে ফুলবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ৮-১০ জন মিলে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রোকনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জমি নিয়ে বিরোধের জেরে সালিসে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামে বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ রোববার (২৯ ডিসেম্বর) হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী।
নিহত কৃষকের নাম নাসির উদ্দিন (৪৫)। তিনি আন্ধারিয়াপাড়া উত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে। তাঁর সঙ্গে প্রতিবেশী নসিম উদ্দিনের ছেলে রুহুল আমীনের পরিবারের ৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্র জানায়, গত শনিবার সকালে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা বিরোধপূর্ণ জমিতে এক্সকাভেটর দিয়ে মাটি ভরাট করতে গেলে নাসির উদ্দিন বাধা দেন। এ নিয়ে বিকেলে নাসির উদ্দিনের বাড়িতে সালিস বসে। সালিস চলাকালীন তর্কের একপর্যায়ে রুহুল আমীন ও তাঁর সহযোগীরা নাসির উদ্দিনকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি এবং লাঠি দিয়ে পেটাতে থাকেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নাসির উদ্দিনকে উদ্ধার করে ফুলবাড়িয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে গতকাল শনিবার পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্ত্রী শিরিন আক্তার অভিযোগ করে বলেন, ‘আমার স্বামীকে চোখের সামনে ৮-১০ জন মিলে পিটিয়ে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি দাবি করছি।’
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রোকনুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।
বান্দরবানের আলীকদমে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার ২ নম্বর চৈক্ষং ইউনিয়নের তারাবনিয়ার চারা বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেরাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
৩৬ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
১ ঘণ্টা আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
১ ঘণ্টা আগে