ময়মনসিংহে বজ্রপাতে দুই শিক্ষার্থীর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
Thumbnail image

ময়মনসিংহের ধোবাউড়ায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে দুই শিক্ষার্থী মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জরিপাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে জরিপাপাড়া গ্রামের জুতি মিয়ার মেয়ে লাবীবা আক্তার (৮) ও ওমেদ আলীর মেয়ে মুর্শিদা আক্তার (১২)। 

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইনছান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, বিকেলে মাদ্রাসা ছুটির পর বাড়ি ফেরার পথে গ্রামের রহিম উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় আসতেই বজ্রপাতে গুরুতর আহত হয় দুই শিক্ষার্থী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত