শেরপুরে জালে আটকে পড়া ৮ ফুট লম্বা অজগর ছাড়া হলো বনে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১: ৫২
Thumbnail image

শেরপুরের ভারত সীমান্তবর্তী উপজেলার নালিতাবাড়ীর একটি মরিচখেতের জালে আটকে পড়া প্রায় ৮ ফুটের একটি অজগর উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দিলে অজগরটি তাঁরা বনে ছেড়ে দেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের খেতে সাপটি পাওয়া যায়। ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

বন বিভাগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার হাতিপাগার গ্রামের নাহিদ ও লুৎফর নামে দুই যুবক মাছ ধরার জন্য গাছ থেকে পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোগাই নদীর ধারে যায়। এ সময় তারা কৃষক সিরাজুল ইসলামের মরিচেরখেতের আইলে সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকতে দেখে। পরে তারা কাছে গেলে সাপটি অজগর বলে চিনতে পারে এবং স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে খবর দেয়। 

পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানান। বন বিভাগের লোকজন এসে সন্ধ্যায় অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এ সময় অজগরটি দেখতে আশপাশের উৎসুক মানুষ ভিড় করে। ধারণা করা হচ্ছে, নদীপথে পাহাড়ের গহিন থেকে অজগরটি ভেসে এসে নদীর পাশের খেতের জালে আটকা পড়েছিল। 

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুটের বেশি এবং ওজন প্রায় ৯ কেজি। গায়ে আটকে থাকা জাল কেটে মঙ্গলবার রাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় অজগরটি মধুটিলা বনে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত