ময়মনসিংহে ফুলের দোকানে ক্রেতাদের ভিড়

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৪২

দুয়ারে কড়া নাড়ছে পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। একই দিনে দুটি বিশেষ উপলক্ষ ঘিরে বিভাগীয় শহর ময়মনসিংহে জমে উঠেছে ফুল কেনা-বেচা। প্রিয়জনকে উপহার দিতে ফুলের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়।

আজ সোমবার দুপুরে ময়মনসিংহ নগরীর রামবাবু রোডে ফুলের দোকানে গিয়ে দেখা যায়, ফুল বেচা-কেনায় ব্যস্ত বিক্রেতারা। প্রকারভেদে ফুলের দামও ভিন্ন। ক্রেতারা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ফুলের অতিরিক্ত দাম। বিক্রেতারা বলছেন, কৃষক পর্যায়ে তাদের চড়া মূল্য দিয়ে ফুল কিনতে হচ্ছে।

মারিয়া জান্নাত নামে এক স্কুল শিক্ষার্থী বলেন, ‘বান্ধবীকে উপহার দেওয়ার জন্য ছোট একটা গোলাপ কিনেছি ৪০ টাকা দিয়ে। গত বছর এই গোলাপের দাম ছিল সর্বোচ্চ ২০ টাকা। ভালোবাসা দিবস ঘিরে আনন্দ থাকলেও প্রিয়জনকে উপহার দিতে ফুল কিনতে এসে চড়া দাম দিতে হলো। তারপরেও ভালোবাসাটুকু ঠিকে থাকুক অন্তরে।’

প্রিয়জনকে উপহার দিতে ময়মনসিংহে ফুলের দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়নিজের মেয়েকে নিয়ে ফুল কিনতে এসে অনেকটাই বিস্মিত সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দিবসগুলোকে কেন্দ্র করে প্রিয়জনকে ফুল দেওয়া-নেওয়ার মধ্যে সওয়াব রয়েছে। কিন্তু এ বছর ফুলের দাম শুনে রীতিমতো অবাক হয়েছি। নিত্য প্রয়োজনীয় পণ্যের মতো ফুলের বাজারও চড়া। তাই সাধ্যের মধ্যে চড়া দামেই কয়েকটি ফুল কিনেছি।’

রজনীগন্ধা পুষ্প কেন্দ্রের মালিক মো. শাহাব উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘জারবেরা, গাঁদা ফুলের মালা, দেশি গোলাপ, গ্লাডিওলাস এগুলো ফুলের বেশ চাহিদা রয়েছে। এ বছর দাম একটু বেশি হওয়ায় বিক্রিও অন্যান্য বছরের তুলনায় কমে গেছে। বেশি দামে ফুল কিনে বাধ্য হয়ে আমাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

ভ্রাম্যমাণ ফুল বিক্রেতা জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘দিবসগুলোকে ঘিরে অস্থায়ীভাবে আমি ফুলের ব্যবসা করে থাকি। এবারও ফুলের বেচা-কেনা অনেক ভালো। তবে দাম একটু বেশি হওয়ায় মানুষের মধ্যে চাহিদা কমেছে ফুলের। আশা রাখছি মাতৃভাষা দিবসে ব্যবসা আরও ভালো হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত