গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
বাবার কোলে নিশ্চিন্তে বসে ছিল শিশুটি। বাসের কাচের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাবাকে বারবার প্রশ্ন করছিল, ‘এটা কী, ওটা কী।’ তার কৌতূহলী চোখ নতুন কিছু দেখার জন্য সারাক্ষণ পড়ে ছিল বাইরে। কিন্তু কে জানত, সামনেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট-জাফলং সড়কের হরিপুর গ্যাস ফিল্ডের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় শিশু পরশের (১২)। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবার কোলে ছটফট করতে করতে মারা যায় সে।
পরশ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম শালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে। আজ শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনায় শিশুটির বাবা রাসেল গুরুতর আহত হন। এ ছাড়া শালিহর গ্রামের আরও ২৩ জন আহত হন। তাঁদের মধ্যে সাইফুল ইসলামের ছেলে শাহিন (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ঘটনার সময় বাসে ছিলেন শালিহর গ্রামের মো. রইছ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে এ গ্রামের (শালিহর) ৫২ জন মিলে একটি বাস ভাড়া নিয়ে সিলেট হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) মাজার জিয়ারত করতে ও জাফলং ভ্রমণের উদ্দেশে যাত্রা করি। গতকাল শুক্রবার ভোর ৪টায় সেখানে পৌঁছে যাই আমরা। সঙ্গে মানতের তিনটি খাসি ছিল, সেগুলোর মধ্যে একটি জবাই করার নিয়ত থাকাই তা জবাই করি এবং অন্য দুটি ছেড়ে দিই। খাওয়াদাওয়া করে সকালে সেখান থেকে চলে যাই হযরত শাহপরান (রা.)-এর মাজারে।’
তিনি আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর জাফলংয়ের উদ্দেশে আমরা যাত্রা করি। পরশ ড্রাইভারের পেছনের সিটে জানালার পাশে তার বাবার কোলে বসে ছিল। হরিপুর গ্যাস ফিল্ড পার হতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে আমাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরশ বাসের দেয়ালে ধাক্কা খায়, মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে বাবার কোলে ছটফট করতে করতে মারা যায়।’
এ ঘটনায় শোকাহত পরিবার ও আহতদের সান্ত্বনা দিতে ছুটে তাঁদের বাড়ি যান স্থানীয় সংসদ সদস্য নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানসহ আরও অনেকে।
বাবার কোলে নিশ্চিন্তে বসে ছিল শিশুটি। বাসের কাচের জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক সৌন্দর্য দেখে বাবাকে বারবার প্রশ্ন করছিল, ‘এটা কী, ওটা কী।’ তার কৌতূহলী চোখ নতুন কিছু দেখার জন্য সারাক্ষণ পড়ে ছিল বাইরে। কিন্তু কে জানত, সামনেই তার জন্য অপেক্ষা করছে মৃত্যু।
গতকাল শুক্রবার দুপুরে সিলেট-জাফলং সড়কের হরিপুর গ্যাস ফিল্ডের সামনে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় শিশু পরশের (১২)। বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবার কোলে ছটফট করতে করতে মারা যায় সে।
পরশ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পশ্চিম শালিহর গ্রামের রাসেল মিয়ার ছেলে। আজ শনিবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
দুর্ঘটনায় শিশুটির বাবা রাসেল গুরুতর আহত হন। এ ছাড়া শালিহর গ্রামের আরও ২৩ জন আহত হন। তাঁদের মধ্যে সাইফুল ইসলামের ছেলে শাহিন (১৭) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
ঘটনার সময় বাসে ছিলেন শালিহর গ্রামের মো. রইছ উদ্দিন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে এ গ্রামের (শালিহর) ৫২ জন মিলে একটি বাস ভাড়া নিয়ে সিলেট হযরত শাহজালাল (রা.) ও হযরত শাহপরান (রা.) মাজার জিয়ারত করতে ও জাফলং ভ্রমণের উদ্দেশে যাত্রা করি। গতকাল শুক্রবার ভোর ৪টায় সেখানে পৌঁছে যাই আমরা। সঙ্গে মানতের তিনটি খাসি ছিল, সেগুলোর মধ্যে একটি জবাই করার নিয়ত থাকাই তা জবাই করি এবং অন্য দুটি ছেড়ে দিই। খাওয়াদাওয়া করে সকালে সেখান থেকে চলে যাই হযরত শাহপরান (রা.)-এর মাজারে।’
তিনি আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার পর জাফলংয়ের উদ্দেশে আমরা যাত্রা করি। পরশ ড্রাইভারের পেছনের সিটে জানালার পাশে তার বাবার কোলে বসে ছিল। হরিপুর গ্যাস ফিল্ড পার হতেই বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে আমাদের বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরশ বাসের দেয়ালে ধাক্কা খায়, মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে বাবার কোলে ছটফট করতে করতে মারা যায়।’
এ ঘটনায় শোকাহত পরিবার ও আহতদের সান্ত্বনা দিতে ছুটে তাঁদের বাড়ি যান স্থানীয় সংসদ সদস্য নিলুফার আনজুম পপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানসহ আরও অনেকে।
অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা ছিল, সেটা ধাক্কা খেয়েছে। আমরা ভেবেছিলাম অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে একটি সর্বদলীয় সরকার হবে। যেখানে গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী দলের প্রতিনিধিরা থাকবেন। কিন্তু দুঃখজনক...
১ ঘণ্টা আগেসেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত একটি সংলাপে খুলনার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। আজ শনিবার...
১ ঘণ্টা আগেভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, সরবরাহ সংকটের প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আজ শনিবার সিটি গ্রুপের ভোজ্যতেল পরিশোধন কারখানা ও বোতলজাতকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাঁরা সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
২ ঘণ্টা আগেচট্টগ্রামে অবৈধ বসতি উচ্ছেদ করে প্রায় এক একর পাহাড়ি জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার নগরীর আকবরশাহ উত্তর লেকসিটি, সুপারিবাগান ও ইসলামাবাদ হাউজিং সোসাইটি এলাকা থেকে এসব বসতি উচ্ছেদ করা হয়।
২ ঘণ্টা আগে