গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগে ইয়াসিন (২০) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে তাঁকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আজিজুল ইসলাম।
মন্দিরের বাসিন্দা প্রত্যক্ষদর্শী গোবিন্দ জানান, ভোর চারটার দিকে ডলি রাণী দাস শৌচাগারের জন্য ঘর থেকে বের হলে প্রতিমা ভাঙার ঘটনাটি দেখতে পান। পরে তাঁর চিৎকারে গোবিন্দ ছুটে আসেন। এ সময় ওই তরুণ পালানোর চেষ্টা করলে তাঁকে ধাওয়া দিয়ে আটক করেন তিনি।
মন্দির কমিটির সাধারণ সম্পাদক স্বপন এস জানান, প্রতি বছর দুর্গাপূজায় এখানে মধ্যবাজার পূজা মণ্ডপের জন্য প্রতিমা গড়া হয়। এবারও প্রতিমা গড়ার কাজ শেষ হয়েছে, শুকানোর জন্য প্রতিমাগুলো রাখা হয়েছে। মন্দিরটির চারপাশে সীমানা প্রাচীর ও সামনে মজবুত গেট রয়েছে, যা রাতে বন্ধ থাকে। এ অবস্থায় রাতে ইয়াসিন নামে একজন এসে প্রতিমাগুলো ভেঙে ফেলেছে।
গৌরীপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি রতন সরকার বলেন, গত বছর গৌরীপুরে ৬৩টি মণ্ডপে পূজা উদ্যাপন করা হয়েছিল। এবার দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ৪৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রতিমা ভাঙচুরের ঘটনা এর আগে গৌরীপুরে কখনোই ঘটেনি। আকস্মিক এ ঘটনায় আমরা বিস্মিত, পূজায় সবার মনে এর প্রভাব পড়বে। আটক ইয়াসিন অনেকটা প্রতিবন্ধীর মতো। তাকে দিয়ে যে বা যারা প্রতিমা ভাঙিয়েছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মাজহারুল আনোয়ার বলেন, প্রতিমা ভাঙার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁর নাম ইয়াসিন, তিনি বুদ্ধি প্রতিবন্ধী। এর পেছনে আরও কেউ জড়িত আছে কিনা তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের পর জানা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, প্রতিমা ভাঙার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। জড়িত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। দুর্গাপূজা উপলক্ষে গৌরীপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পরিবেশবান্ধব মালচিং পদ্ধতিতে সবজি চাষ বাড়ছে। বিষমুক্ত এই পদ্ধতিতে ফলন ভালো হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকেরা। এ ছাড়া চাষাবাদে খরচ কম লাগছে।
৩৫ মিনিট আগেরংপুর বিভাগীয় সনাতনী সমাবেশস্থল পরিবর্তন করা হয়েছে। রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করে শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মাহীগঞ্জ কলেজ মাঠে আয়োজন করা হচ্ছে...
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেছে ছাত্রদল। আজ শুক্রবার বেলা ১১টায় নগরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে সোহেল রানাকে হাতুড়িপেটার অভিযোগও অস্বীকার করেছে রাজশাহী নগর ছাত্রদল...
১ ঘণ্টা আগেদেশের বিভিন্ন অঞ্চল থেকে এক কোটি ৮০ লাখ মানুষের অনুসমর্থনের ভিত্তিতে একটি বিশেষ আইন প্রণয়নের জন্য গত ৪ বছর ধরে আমাদের এই সংগঠন কাজ করছে। গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে এক সংহতি সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা বরাবর...
১ ঘণ্টা আগে