Ajker Patrika

জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: মতিয়া

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১: ০১
জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে: মতিয়া

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রী বাধ্য হয়ে দুজনকে বন্দী রেখেছিলেন। সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার সঙ্গে তাঁর পরিচর্যার জন্য কাজের বেটিকেও রাখার সুযোগ দেওয়া হয়েছিল। জেলে খালেদা জিয়াকে ফাইভ স্টার হোটেলের সব সুযোগ-সুবিধাই দেওয়া হয়েছিল।’ 

আজ শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘পণ্ডিত জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু অনেক আরাম-আয়েশে জেল খাটতেন। কিন্তু তিনিও কাজের লোক নিয়ে জেল খাটতে পারেননি। আমরা জীবনে বহুবার জেল খেটেছি, আরও খাটতে হতে পারে। কিন্তু শুধু দেশে কেন? পুরো উপমহাদেশে চাকরানিসহ জেল খাটার উদাহরণ নেই।’ 

আওয়ামী লীগের এই নেতা বলেন, করোনায় বিশ্বের বড় দেশগুলোর লন্ডভন্ড অবস্থা হলেও শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে সামলিয়েছেন। বড় দেশগুলো এখন হিমশিম খাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বহাল রেখেছেন, গতিশীল রেখেছেন। অতি নিন্দুক ছাড়া সবাই প্রধানমন্ত্রীর কাজের প্রশংসা করছেন এবং করবেন। 

বিএনপিকে উদ্দেশ করে মতিয়া চৌধুরী বলেন, ‘অনেকেই দেশের উন্নয়ন ও জনগণের সেবা চোখে দেখতে পারে না। তাদের শুধু বলতে চাই, “হায়রে কপাল মন্দ, চোখ থাকিতেও অন্ধ।” এরা চোখ থাকতেও দেখবে না, কান থাকতেও শুনবে না। এটাই তাদের অভ্যাস।’

সাবেক এই মন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী যখন ফাইবার অপটিক কেব্‌ল চালু করলেন, তখন খালেদা জিয়া পার্লামেন্টে বক্তব্য দিয়েছিলেন যে এর মাধ্যমে দেশের সব তথ্য চুরি হয়ে যাবে। কিন্তু তিনিই আজ স্কাইপে ছেলের সঙ্গে কথা বলে এর সুফল ভোগ করছেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

বগুড়ায় ইফতারের পর ডেকে নিয়ে যুবককে হত্যা

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

সেনাসদস্যকে এক গাড়ি ধাক্কা দেয়, আরেক গাড়ি পিষে যায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত