ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আনই দিঘিতে নিখোঁজ এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ১০টার দিকে দিঘির পাড় ভেঙে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত আল আমীন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ভ্যানচালক মো. শাহজাহান মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, আজ শুক্রবার সকালে আনই দিঘির পাড়ে পানি দেখতে গিয়েছিল তিনজন শিশু। হঠাৎ করে দিঘিতে পাড় ভেঙে পানিতে পড়ে যায় আল আমীন। পরে বাকি দুই শিশু বাড়িতে খবর দেয় আল আমীন ডুবে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরের দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেশনের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে আনই দিঘি থেকে আল আমীনের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আরাজুল বলেন, ‘পানি দেখতে গিয়ে আনই দিঘিতে ডুবে গিয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ দিঘি থেকে উদ্ধার করা হয়েছে।’
ডুবুরি দলের লিডার মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা দুপুর একটার সময় খবর পাই। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে এসে আমরা খোঁজাখুঁজি করে আনই দিঘির ২৫ ফিট পানির গভীর থেকে শিশু আল আমীনের লাশ উদ্ধার করা হয়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি নিহত শিশু পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নিহতের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।’
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আনই দিঘিতে নিখোঁজ এক শিশুর (৮) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যার ৬টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করে। এর আগে আজ সকাল ১০টার দিকে দিঘির পাড় ভেঙে পড়ে নিখোঁজ হয় সে।
নিহত আল আমীন উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আনুহাদী গ্রামের ভ্যানচালক মো. শাহজাহান মিয়ার ছেলে।
স্বজনেরা জানায়, আজ শুক্রবার সকালে আনই দিঘির পাড়ে পানি দেখতে গিয়েছিল তিনজন শিশু। হঠাৎ করে দিঘিতে পাড় ভেঙে পানিতে পড়ে যায় আল আমীন। পরে বাকি দুই শিশু বাড়িতে খবর দেয় আল আমীন ডুবে গেছে। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে দুপুরের দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টেশনের ডুবুরি দল এসে সন্ধ্যার দিকে আনই দিঘি থেকে আল আমীনের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আরাজুল বলেন, ‘পানি দেখতে গিয়ে আনই দিঘিতে ডুবে গিয়েছিল শিশুটি। অনেক খোঁজাখুঁজির পর তার লাশ দিঘি থেকে উদ্ধার করা হয়েছে।’
ডুবুরি দলের লিডার মো. দুলাল মিয়া বলেন, ‘আমরা দুপুর একটার সময় খবর পাই। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে এসে আমরা খোঁজাখুঁজি করে আনই দিঘির ২৫ ফিট পানির গভীর থেকে শিশু আল আমীনের লাশ উদ্ধার করা হয়।’
ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, ‘আমি নিহত শিশু পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে এসেছিলাম। নিহতের পরিবারকে আর্থিক সহয়তা দেওয়া হবে।’
বরগুনার আমতলীতে একদিনে কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২৭ জন আহত হয়েছেন। আহতদের স্বজনেরা উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে পটুয়াখালী ও বরগুনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
১ মিনিট আগেগত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে গুলিতে নিজের স্বামীকে ‘নিহত’ দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা করা সেই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় এ ঘটনায় জড়িত শফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকেও...
১৪ মিনিট আগেসম্প্রতি নগরের বিনোদপুর বাজারের এক ভাঙারি ব্যবসায়ী আমিরুল মোমেনিনের স্টুডিও থেকে ভাস্কর্য দুটি কিনে এনেছেন। এখন বিনোদপুর বাজারে খোকন নামের ওই ব্যবসায়ীর দোকানের সামনে পড়ে আছে ভাস্কর্য দুটি। দোকানটির নাম ‘খোকন আয়রন ঘর’। খোকন আছেন ক্রেতার অপেক্ষায়। কেউ না কিনলে ভাস্কর্য দুটি ভেঙে লোহা হিসেবে বিক্রি করব
২০ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, ককটেল বিস্ফোরণ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। শুক্রবার দুপুরে আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৭ মিনিট আগে