কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় নয়ন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
আজ দুপুরে দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিভাবক ও স্বজনদের ধারণা, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে নয়নকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন মিয়া গতকাল রোববার সন্ধ্যার পর বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালে গ্রামের মঞ্জু মিয়ার নির্মাণাধীন ভবনের সামনের একটি টিনশেড ঘরের কাছে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আজ বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই নৃশংস। নয়নের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
নেত্রকোনার কেন্দুয়ায় নয়ন মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার মাস্কা ইউনিয়নের পানগাঁও গ্রাম থেকে এই লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
আজ দুপুরে দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিভাবক ও স্বজনদের ধারণা, শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে নয়নকে হত্যা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন মিয়া গতকাল রোববার সন্ধ্যার পর বাড়ির বাইরে যায়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আজ সোমবার সকালে গ্রামের মঞ্জু মিয়ার নির্মাণাধীন ভবনের সামনের একটি টিনশেড ঘরের কাছে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আজ বিকেলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই নৃশংস। নয়নের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
বড়াইগ্রামে আ.লীগ কর্মীকে মারধরের মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে আওয়ামী লীগ সমর্থক উজ্জ্বল কুমার মন্ডলকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় পৌর শ্রমিকদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
১২ মিনিট আগেড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সঙ্গে কবি নজরুল সরকারি কলেজে ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের চলমান সংঘর্ষে আহত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৩০ জন শিক্ষার্থী।
২১ মিনিট আগেবরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) পরিচালকের দায়িত্বভার গ্রহণ করছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর। আজ সোমবার দুপুরে তিনি এই দায়িত্ব বুঝে নেন। তিনি হাসপাতালের ৬৮তম পরিচালক।
২৭ মিনিট আগেজুলাই অভ্যুত্থানের হত্যা মামলায় গাজীপুরের শ্রীপুরে যুবলীগ নেতা মো. আব্দুস সাত্তার সরকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার বাউনী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৪ মিনিট আগে