ইসলামপুর পৌর মেয়রকে অপসারণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৪৩
Thumbnail image

জামালপুরের ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখকে পদ থেকে অপসারণ চেষ্টার অভিযোগ উঠেছে। অপসারণ চেষ্টার প্রতিবাদে আজ রোববার মেয়রের সমর্থকেরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। 

মেয়রের অনুসারীদের উদ্যোগে আজ ইসলামপুর সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড় বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন বিক্ষোভকারীরা। এতে প্রধান বক্তা ছিলেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেখ। 

বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবু। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামপুর আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হওয়ায় মেয়র আব্দুল কাদের সেখের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহলের প্ররোচনায় পৌর কাউন্সিলরা নানা রকম ফন্দি-ফিকির আঁটছেন। উদ্দেশ্য হাসিল করতে ইতিমধ্যে মেয়র পদ থেকে অপসারণের দাবিতে আব্দুল কাদের সেখের বিরুদ্ধে তাঁরা উঠে-পড়ে লেগেছেন। 

ইসলামপুরে মেয়র সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশজানা গেছে, মেয়র আব্দুল কাদের সেখের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগে অনাস্থা দিয়েছেন ১১ জন কাউন্সিলর। এরই মধ্যে সে অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে (ডিসি) প্রতিবেদন দিতে বলেছে স্থানীয় সরকার বিভাগ। 

পৌর মেয়র আব্দুল কাদের সেখ বলেন, ‘কাউন্সিলরদের অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমি স্থানীয় আওয়ামী লীগের কতিপয় নেতার অপরাজনীতির শিকার হয়েছি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। আমি দলের মনোনয়নপ্রত্যাশী। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কাউন্সিলরদের দিয়ে দলের একটি পক্ষ উঠে-পড়ে লেগেছে। আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার হীন উদ্দেশ্যে নানাবিধ অভিযোগ তুলে মেয়র পদ থেকে অপসারণের চক্রান্ত চলছে। ষড়যন্ত্রকারীরা সফল হতে পারবে না। আমি বঙ্গবন্ধুর সৈনিক। আমার সঙ্গে জনগণ আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত