Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাংসদ মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৬
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাংসদ মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি

তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য মানু মজুমদারকে এলাকা ছাড়তে চিঠি দেওয়া হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে এলাকা ছাড়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে সাংসদ মানু মজুমদার তাঁর নির্বাচনী এলাকা কলমাকান্দা ও দুর্গাপুরে অধিকাংশ সময় অবস্থান করছেন। তিনি বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত তাঁর পছন্দের প্রার্থীদের হয়ে প্রচারণা চালাচ্ছেন ও বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী প্রচারে বাধা সৃষ্টি করছেন। তাঁর প্রশ্রয়ে কর্মী-সমর্থকেরাও বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীদের ভয়-ভীতি দেখাচ্ছেন। 

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী জেলা রির্টানিং কর্মকর্তার কাছে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা স্মরণ করিয়ে দিয়ে সাংসদকে একটি চিঠি দেন। ওই চিঠিতে আচরণ বিধিমালার উল্লেখ করে সাংসদকে নির্বাচনী এলাকা ছাড়তে অনুরোধ করা হয়।
  
জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ সাংসদকে এলাকা ছাড়তে চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগের প্রেক্ষিতে ও অবাধ সুষ্ঠু নির্বাচনের লক্ষে সাংসদকে এলাকায় অবস্থান না করার অনুরোধ জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে। দুপুরে ওনার (সাংসদের) একজন সহকারী চিঠিটি গ্রহণ করেছেন।’

এ ব্যাপারে জানতে সাংসদ মানু মজুমদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। 

তবে তাঁর ব্যক্তিগত সহকারী আলী আহাত মুঠোফোনে জানান, সাংসদ কলমাকান্দার রংছাতি ইউনিয়নে তাঁর বাড়িতে অবস্থান করছেন। তাঁরা এলাকায় থাকবেন না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত