ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে কিলো ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন।
তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর।
সহকারী পুলিশ সুপার অরিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
ময়মনসিংহের ত্রিশালে ফিল্মি স্টাইলে প্রবাসীর স্ত্রীর ছয় লাখ টাকা ছিনিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার উপজেলার বৈলর কাজির শিমলা উকিল বাড়ি মোড় থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারেরা হলেন–সোহাগ মিয়া (২৮) বাড়ি ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রাম এবং মেহেদি হাসান (২৫) বাড়ি একই ইউনিয়নের চকপাঁচপাড়া গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কাঁঠাল ইউনিয়নের দরিল্লা গ্রামে এক প্রবাসীর স্ত্রী জমি কেনার জন্য ছয় লাখ টাকা সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে তুলে রিকশা করে বাড়ি ফিরছিলেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশন সংলগ্ন নাঈম মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে চলন্ত মোটরসাইকেলে অভিনব কৌশলে টাকা ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী।
তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে পুলিশের এ এস আই মাহমুদুল হাসান জামান ছিনতাইকারীকে ধাওয়া করলে পরে কিলো ডিউটিতে থাকা এস আই হুমায়ুন কবীরও যোগ দেন। দুই পুলিশ প্রায় আট কিলোমিটার ধাওয়া করে ছিনতাইকারী সোহাগ মিয়া ও মেহেদি হাসানকে টাকাসহ আটক করতে সক্ষম হন।
তাঁরা ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল (সিআইডি) দেখে এভাবে ছিনতাইয়ে অনুপ্রাণিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে জানান এসআই হুমায়ুন কবীর।
সহকারী পুলিশ সুপার অরিত সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে টাকা ছিনতাই করে পালানোর পথে ত্রিশাল থানা-পুলিশের দু’জন অফিসার টহলরত থাকাবস্থায় টাকা, মোবাইল, ব্যাংকের চেকবই উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ত্রিশাল থানার দু’জন চৌকস পুলিশ অফিসার টাকাসহ ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করেন। এই দুই ছিনতাইকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে