নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ২২: ২১
Thumbnail image
আটক ৬ জন। ছবি: আজকের পত্রিকা

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা নেত্রকোনায় ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকালে অভিযান চালিয়ে শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়জনকে আটক করা হয়। তাঁরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি চিন্ময় সরকার (২৭), সহক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), সদস্য সিন্ধু বণিক বিশাল (২৫) ও লোকমান হোসেন (২৮) এবং পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জয় সাহা (২৫) ও সদস্য রাহুল রায় (২৪)।

পুলিশ জানায়, আজ ভোরে জেলা শহরে ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় ও সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ নেতা-কর্মী একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি তেরীবাজার থেকে শহীদ মিনারের দিকে যাচ্ছিল। খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেলে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হবে। তাঁদের আগামীকাল শনিবার আদালতে পাঠানো হবে। পালিয়ে যাওয়া অন্যদের ধরতে অভিযান চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত