মুক্তাগাছায় নেশাজাতীয় ইনজেকশনসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার 

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ১৩: ১৮
Thumbnail image

ময়মনসিংহের মুক্তাগাছায় ৯৮৫টি নেশাজাতীয় ‘বুপ্রিনরফিন’ ইনজেকশনসহ স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গতকাল রোববার বিকেলে উপজেলার ভাবকির মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

আজ সোমবার সকালে র‍্যাব-১৪-এর কোম্পানির স্কোয়াড কমান্ডার মুহাম্মদ জাহিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তারের বিষয়ে জানানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার চেঁচড়া গ্রামের বাসিন্দা জাহিরুল ইসলাম (৫৫) ও তাঁর স্ত্রী ভানু বিবি (৪৫)। 

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গতকাল বিকেলে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী ও সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসানের নেতৃত্বে র‍্যাবের একটি দল বিশেষ অভিযান চালায় মুক্তাগাছা উপজেলার ভাবকির মোড় এলাকায়। এ সময় তারা জাহিরুল ও তাঁর স্ত্রী ভানু বিবিকে গ্রেপ্তার করে। 

জব্দ করা নেশাজাতীয় ইনজেকশনের বাজারমূল্য প্রায় দেড় লাখ টাকা। জাহিরুল ও ভানু বিবি অনেক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় বুপ্রিনরফিন ইনজেকশন কেনা-বেচা করে যুবসমাজকে ধ্বংস করে আসছিলেন বলে জানায় র‍্যাব। মামলা দায়েরের পর আসামিদের মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত