বাকৃবি প্রতিনিধি
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআইয়) অবদানে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহের বিএফআরআইয়ের মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত মৎস্য প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে মৎস্য সম্পদের যে অপ্রতুলতা ছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কল্যাণে পূর্ণতা পেয়েছে। এখন আগের তুলনায় মাছের ওজন বৃদ্ধি পেয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ এখন বিলুপ্তির হাত থেকে রক্ষা পাচ্ছে এই গবেষকদের গবেষণার ফলে। ব্রিডিংয়ের মাধ্যমে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ থেকে হাজার হাজার রেণু পোনার সৃষ্টি হচ্ছে। রেণু পোনাগুলো প্রকৃতিতে বাঁচিয়ে রাখতে গবেষকদের গবেষণার কাজে আরও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এসব কিছুর কৃতিত্ব বাংলাদেশের মৎস্য চাষি এবং মৎস্য গবেষকদের।’
এ সময় কে. এম. খালিদ বলেন, ‘বিএফআরআই গবেষকদের গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের ব্যবস্থা করতে হবে। এসব গবেষকদের গবেষণা অন্য কেউ চুরি করে পুরস্কার যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএফআরআই গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে একুশে পদক পেয়েছে। মৎস্যসম্পদ উন্নয়নে বিএফআরআই গবেষণা ভবিষ্যতে স্বাধীনতা পদক অর্জনের দাবি রাখে।’
বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর। এ ছাড়াও অনুষ্ঠানে বিএফআরআইয়ের সকল বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাশয় ভরাট, দূষণের ফলে মৎস্য সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে বিএফআরআইয়ের গবেষণার ফলে অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গবেষকদের গবেষণার ফলে মাছ উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে তা সক্ষম হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী মৎস্য প্রযুক্তি মেলা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় মাছের জার্মপ্লাজম (রেণু পোনা) বিতরণ করেন।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআইয়) অবদানে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহের বিএফআরআইয়ের মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে আয়োজিত মৎস্য প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে মৎস্য সম্পদের যে অপ্রতুলতা ছিল বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কল্যাণে পূর্ণতা পেয়েছে। এখন আগের তুলনায় মাছের ওজন বৃদ্ধি পেয়েছে। বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ এখন বিলুপ্তির হাত থেকে রক্ষা পাচ্ছে এই গবেষকদের গবেষণার ফলে। ব্রিডিংয়ের মাধ্যমে দেশীয় প্রজাতির বিলুপ্তপ্রায় মাছ থেকে হাজার হাজার রেণু পোনার সৃষ্টি হচ্ছে। রেণু পোনাগুলো প্রকৃতিতে বাঁচিয়ে রাখতে গবেষকদের গবেষণার কাজে আরও গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এসব কিছুর কৃতিত্ব বাংলাদেশের মৎস্য চাষি এবং মৎস্য গবেষকদের।’
এ সময় কে. এম. খালিদ বলেন, ‘বিএফআরআই গবেষকদের গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কারের ব্যবস্থা করতে হবে। এসব গবেষকদের গবেষণা অন্য কেউ চুরি করে পুরস্কার যাতে নিতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। বিএফআরআই গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে একুশে পদক পেয়েছে। মৎস্যসম্পদ উন্নয়নে বিএফআরআই গবেষণা ভবিষ্যতে স্বাধীনতা পদক অর্জনের দাবি রাখে।’
বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর। এ ছাড়াও অনুষ্ঠানে বিএফআরআইয়ের সকল বৈজ্ঞানিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় মেয়র ইকরামুল হক টিটু বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে জলাশয় ভরাট, দূষণের ফলে মৎস্য সম্পদ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে বিএফআরআইয়ের গবেষণার ফলে অবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। গবেষকদের গবেষণার ফলে মাছ উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে তা সক্ষম হয়েছে।
এর আগে প্রতিমন্ত্রী মৎস্য প্রযুক্তি মেলা পরিদর্শন করেন এবং স্থানীয় কৃষকদের মাঝে দেশীয় মাছের জার্মপ্লাজম (রেণু পোনা) বিতরণ করেন।
বরগুনার তালতলীতে তরমুজচাষিদের কাছে চাঁদা দাবির অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মো. জহিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে তরমুজচাষি রাকিব ভদ্দর বাদী হয়ে তালতলী থানায় শহীদুল ইসলামসহ আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করেন।
৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থীদের একাংশ। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক মানববন্ধনে তাঁরা এ অভিযোগ করেন।
১০ মিনিট আগেপদ্মা বহুমুখী সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে একজন সিনিয়র সহকারী সচিব ও দুই সার্ভেয়ারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁদের বিরুদ্ধে ভূমি মালিকদের ক্ষতিপূরণের প্রায় ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে...
২৭ মিনিট আগেকুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় গোমতী নদীর চর থেকে মাটি কাটার অভিযোগে সাতটি ট্রাক জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে আজ বুধবার ভোররাত ৬টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এই অভিযান চালান।
৩৫ মিনিট আগে