ঈদের আগের রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কলেজছাত্রের

মেলান্দহ ও মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১২: ২১
Thumbnail image

জামালপুরের মাদারগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় শাকিল হাসান (২০) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার শাহজালাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল ওই ইউনিয়নের বিনোদটঙ্গী এলাকার শফি মিয়ার ছেলে। তিনি একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, নিহত শাকিল মহিষবাথান বাজারে তাঁর বাবার কাপড়ের দোকান থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে শাহজালাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত