ময়মনসিংহ প্রতিনিধি
মৃতের জানাজা পড়তে যাচ্ছিলেন ময়মনসিংহ ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের কাপড় ব্যবসায়ী বাবলু আহম্মেদ (৪৫)। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তানসহ নিহত হন এ ব্যবসায়ী।
আজ শুক্রবার সদর উপজেলার আলালপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী বাবলু আহম্মেদ, তাঁর স্ত্রী শীলা আক্তার (৩৫), ছেলে মো. সাদমান (৭) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক আলামিন হোসেন (২৫)। তাঁরা ফুলপুর উপজেলার দিও গ্রামের বাসিন্দা। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত শীলা আক্তারের চাচাতো ভাই সোহাইন মাহমুদ বলেন, ‘বোনটার সংসার খুব সাজানো-গোছানো ছিল। একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। তিনটি বাচ্চাকে কী সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’
নিহতের স্বজন মো. কামরুজ্জামান বলেন, ‘নিহত বাবুল ভালো মনের মানুষ ছিলেন। সে চার সন্তানের বাবা। এর মধ্যে ছোট ছেলে সাদমান মা-বাবার সঙ্গে মারা গেছে। অন্য দুই মেয়ে এবং এক ছেলে এখন এতিম হলো। পরিবারটি এখন অথই সাগরে পড়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীবাহী একটি অটোরিকশা ফুলপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ সাতজন ঘটনাস্থলেই মারা যান।’
ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই আমাদের। প্রাথমিকভাবে তাদের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছি। ঘটনার তদন্তে একটি কমিটি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
মৃতের জানাজা পড়তে যাচ্ছিলেন ময়মনসিংহ ফুলপুর উপজেলার চর আশাবট গ্রামের কাপড় ব্যবসায়ী বাবলু আহম্মেদ (৪৫)। কিন্তু তার আগেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী, সন্তানসহ নিহত হন এ ব্যবসায়ী।
আজ শুক্রবার সদর উপজেলার আলালপুরে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ব্যবসায়ী বাবলু আহম্মেদ, তাঁর স্ত্রী শীলা আক্তার (৩৫), ছেলে মো. সাদমান (৭) এবং সিএনজিচালিত অটোরিকশার চালক আলামিন হোসেন (২৫)। তাঁরা ফুলপুর উপজেলার দিও গ্রামের বাসিন্দা। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
নিহত শীলা আক্তারের চাচাতো ভাই সোহাইন মাহমুদ বলেন, ‘বোনটার সংসার খুব সাজানো-গোছানো ছিল। একটি দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। তিনটি বাচ্চাকে কী সান্ত্বনা দেব, ভাষা খুঁজে পাচ্ছি না।’
নিহতের স্বজন মো. কামরুজ্জামান বলেন, ‘নিহত বাবুল ভালো মনের মানুষ ছিলেন। সে চার সন্তানের বাবা। এর মধ্যে ছোট ছেলে সাদমান মা-বাবার সঙ্গে মারা গেছে। অন্য দুই মেয়ে এবং এক ছেলে এখন এতিম হলো। পরিবারটি এখন অথই সাগরে পড়েছে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীবাহী একটি অটোরিকশা ফুলপুর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালকসহ সাতজন ঘটনাস্থলেই মারা যান।’
ময়মনসিংহ জেলা প্রশাসক দিদারে মোহাম্মদ মাকসুদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের স্বজনদের সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই আমাদের। প্রাথমিকভাবে তাদের দাফন-কাফনের জন্য ২০ হাজার টাকা করে দিচ্ছি। ঘটনার তদন্তে একটি কমিটি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৫ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৬ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৬ ঘণ্টা আগে