Ajker Patrika

নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯: ৪১
নেত্রকোনায় ৩৫ বোতল ভারতীয় মদসহ যুবক আটক

নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে ৩৫ বোতল ভারতীয় মদসহ মো. আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় মো. রুবেল মিয়া (২০) নামে অপর সহযোগী পালিয়ে যান। আজ সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

এর আগে আজ সকালে গোপন সংবাদে শহরের পারলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে মদসহ আটক করা হয়। আটক আনোয়ার সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের বাসিন্দা। আর পালিয়ে যাওয়া রুবেল মিয়াও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, আনোয়ার ও রুবেল সুনামগঞ্জ থেকে মদের বোতলগুলো নিয়ে রাজধানীর উদ্দেশে যাচ্ছিলেন। সুনামগঞ্জ থেকে এসে নেত্রকোনা শহরের পারলা বাসস্ট্যান্ড (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় ঢাকাগামী বাসে ওঠার চেষ্টা করছিল। গোপন সংবাদে সেখানে অভিযান চালিয়ে আনোয়ারকে ৩৫ বোতল মদসহ আটক করা হয়। এ সময় রুবেল কৌশলে দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় ওই দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। 

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। দুপুরে আনোয়ারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর পালিয়ে যাওয়া রুবেলকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত