নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। পরনে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তবে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিলেন এক তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেননি আব্দুর রহমান। পরে তরুণী চলে যান। ফজরের নামাজ শেষে সকালের দিকে স্থানীয় মুসল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরে নান্দাইল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ওই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়ায় আমি তাঁকে আশ্রয় দেইনি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পাই সড়কে এক মেয়ের লাশ পড়ে আছে। গিয়ে দেখি, সেই মেয়েটি। তার পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক ছিল।’
নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে সড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২২) রক্তাক্ত মরদেহ। পরনে ছিল কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক। খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
আজ শুক্রবার সকালে ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরসভার জোড়পুকুর এলাকায় লাশটি পাওয়া যায়। তবে বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তরুণীর পরিচয় শনাক্ত করা যায়নি।
নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আব্দুর রহমান নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় চেয়েছিলেন এক তরুণী। অপরিচিত হওয়ায় মধ্যরাতে মেয়েটিকে আশ্রয় দেননি আব্দুর রহমান। পরে তরুণী চলে যান। ফজরের নামাজ শেষে সকালের দিকে স্থানীয় মুসল্লিরা মহাসড়কের পাশে ওই তরুণীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
পরে নান্দাইল হাইওয়ে থানায় খবর দিলে পুলিশ তরুণীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে ওই তরুণী আমার বাড়িতে আশ্রয় নিতে গিয়েছিল। অপরিচিত হওয়ায় আমি তাঁকে আশ্রয় দেইনি। পরে মেয়েটি চলে যায়। সকালের দিকে শুনতে পাই সড়কে এক মেয়ের লাশ পড়ে আছে। গিয়ে দেখি, সেই মেয়েটি। তার পরনে কালো রঙের বোরকা ও পরিচ্ছন্ন পোশাক ছিল।’
নান্দাইল হাইওয়ে থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম বলেন, সড়কের পাশে তরুণীর মরদেহ পড়ে আছে খবর পেয়ে তা উদ্ধার করা হয়েছে। পরে মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তাঁর পরিচয় জানা যায়নি। এ জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্তৃপক্ষকে বার্তা পাঠানো হয়েছে।
সিলেটে ১ কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতি ও আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব আটক করা হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরে আত্মীয়ের বাসা থেকে সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর মনছুরাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে ডাবলমুরিং থানা-পুলিশ।
৮ মিনিট আগেকিশোরগঞ্জে সাবেক জেলা প্রশাসক পরিচয়ের প্রভাব খাটিয়ে ছোট ভাইকে পারিবারিক বাসাবাড়ি থেকে উচ্ছেদ এবং সম্পত্তি দখলের পাঁয়তারা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। আজ শুক্রবার শহরের গৌরাঙ্গবাজারে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেন ছোট ভাই আ. করিম মোল্লা।
২১ মিনিট আগেমানিকগঞ্জের ঘিওরে কৃষক স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার ভোরে রাজধানীর হাজী ক্যাম্প রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২২ মিনিট আগে