ময়মনসিংহ প্রতিনিধি
অপহরণের ছয় মাস পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। সোমবার সন্ধ্যার পর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওই কিশোরীকে গত রোববার বিকেলে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
জেলা পিবিআই উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, উপজেলার কালাদহ পুর্বপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. তুহিন মিয়া (১৯) একই উপজেলার এক কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। তুহিন মাঝে মধ্যেই ওই কিশোরীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে তুহিন মিয়ার পরিবারকে জানায়। পরে তুহিনের পরিবার জানায়, সে আর তাদের বাড়িতে যাবে না। এ ঘটনার পর গত বছরের ১১ অক্টোবর ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে তুহিন তার সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
মো. খাজেম মাহমুদ আরও জানান, এই ঘটনায় কিশোরীর পরিবার আদালতে উদ্ধার মামলা করেন। মামলার তদন্তভার পিবিআই’র হাতে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভালুকার সিডস্টোর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আদালতে তোলা হলে ওই কিশোরী জানায়, তুহিনের সঙ্গে তার প্রায় আড়াই বছর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি উভয়ের পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর দুজন পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। সেখান থেকে দুই দিন আগে ভালুকায় আসেন।
পরে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।
অপহরণের ছয় মাস পর এক কিশোরীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ময়মনসিংহ। সোমবার সন্ধ্যার পর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ওই কিশোরীকে গত রোববার বিকেলে জেলার ভালুকা উপজেলার সিডস্টোর এলাকার ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।
জেলা পিবিআই উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. খাজেম মাহমুদ জানান, উপজেলার কালাদহ পুর্বপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. তুহিন মিয়া (১৯) একই উপজেলার এক কিশোরীর বাড়িতে আসা-যাওয়া করত। তুহিন মাঝে মধ্যেই ওই কিশোরীকে কু-প্রস্তাব দিত। বিষয়টি কিশোরীর পরিবার জানতে পেরে তুহিন মিয়ার পরিবারকে জানায়। পরে তুহিনের পরিবার জানায়, সে আর তাদের বাড়িতে যাবে না। এ ঘটনার পর গত বছরের ১১ অক্টোবর ওই কিশোরী বাড়ি থেকে প্রাইভেট পড়তে বের হলে তুহিন তার সঙ্গীদের নিয়ে ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়।
মো. খাজেম মাহমুদ আরও জানান, এই ঘটনায় কিশোরীর পরিবার আদালতে উদ্ধার মামলা করেন। মামলার তদন্তভার পিবিআই’র হাতে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভালুকার সিডস্টোর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আদালতে তোলা হলে ওই কিশোরী জানায়, তুহিনের সঙ্গে তার প্রায় আড়াই বছর প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের বিষয়টি উভয়ের পরিবার মেনে না নেওয়ায় তারা পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১১ অক্টোবর দুজন পালিয়ে চট্টগ্রামে গিয়ে বিয়ে করেন। সেখান থেকে দুই দিন আগে ভালুকায় আসেন।
পরে আদালতের নির্দেশে ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তার করা হয়।
সমাজে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, নেতিবাচক জেন্ডার ধারণার পরিবর্তন এবং যুব ও যুব-নেতৃত্বাধীন সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে জাতীয় পর্যায়ে শুরু হয়েছে সমতায় তারুণ্য প্রকল্প। আজ সোমবার (নভেম্বর ২৫) রাজধানীর গুলশানের
২ মিনিট আগেস্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রংপুরের কাউনিয়ায় যাবেন। আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে তিনি কাউনিয়ায় আসবেন।
৬ মিনিট আগেসাতক্ষীরার তালায় রাইস কুকারে পানি গরম করার সময় মায়ের কোলে থাকা শিশু বিদ্যুতায়িত হয়ে মারা গিয়েছে। এ সময় আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটির মা। আজ সোমবার দুপুরে উপজেলার বারুইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগেবগুড়ায় পুলিশের কনস্টেবল পদে মৌখিক পরীক্ষা দিতে আসা চাকরি প্রার্থীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১২ জন লিখিত পরীক্ষায় প্রক্সি দিয়ে পাস করেছেন।
২০ মিনিট আগে