নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারে দেড় লাখের বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে তিন দিন যাবৎ ভোগান্তিতে ইউনিয়ন পরিষদ ভবনসহ বাজার ও সড়ক।
বিদ্যুৎ বিভাগ, নন্নী ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ ভবন, নন্নী বাজার ও বাজার সংলগ্ন সড়কের দুপাশে থাকা প্রায় ৩০টি এলইডি সড়ক বাতির তিনটি মিটারে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে গত তিন মাসে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য ইউনিয়ন পরিষদে একাধিকবার নোটিশ পাঠানো হয়। নোটিশেও কোনো কাজ না হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় বিদ্যুৎ বিভাগ।
পরে গত সোমবার বিকেলে নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক চেয়ারম্যান রিটন সাহেবের মেয়াদে বকেয়া থাকা তিন লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এখন প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল হঠাৎ করে পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়াও আগের চেয়ারম্যানের নির্মাণ করা এলইডির সড়ক বাতি বাড়তি বিদ্যুৎ বিলের অন্যতম কারণ।’
তিনি আরও বলেন, ‘বাজার থেকে কর আদায় করে এক সপ্তাহের মধ্যে শুধু পরিষদের ভবনের মিটারের বকেয়া বিল পরিশোধ করে দেবো। ইউএনওর সঙ্গেও কথা বলেছি, যেন সড়ক বাতিগুলো সোলার সিস্টেম করা যায়।’
এ বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়াদে আমি কোনো বিদ্যুৎ বিল বকেয়া রেখে আসিনি। শুধুমাত্র মেয়াদের শেষ মাসের বিদ্যুৎ বিল আমি পরিশোধ করে আসতে পারিনি।’
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নন্নী ইউনিয়ন পরিষদের বকেয়া বিল পরিশোধে গত তিন মাসে একাধিকবার নোটিশ পাঠিয়েছি ও যোগাযোগ করেছি। নিরুপায় হয়ে গত সোমবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনটি মিটারের বকেয়া বিল পরিশোধের পরই আবার সংযোগ দেওয়া হবে।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারে দেড় লাখের বেশি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায়, সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। গত সোমবার বিকেলে সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকে তিন দিন যাবৎ ভোগান্তিতে ইউনিয়ন পরিষদ ভবনসহ বাজার ও সড়ক।
বিদ্যুৎ বিভাগ, নন্নী ইউনিয়ন পরিষদ ও জনপ্রতিনিধি সূত্রে জানা যায়, উপজেলার নন্নী ইউনিয়ন পরিষদ ভবন, নন্নী বাজার ও বাজার সংলগ্ন সড়কের দুপাশে থাকা প্রায় ৩০টি এলইডি সড়ক বাতির তিনটি মিটারে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। পরে গত তিন মাসে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বকেয়া বিল পরিশোধের জন্য ইউনিয়ন পরিষদে একাধিকবার নোটিশ পাঠানো হয়। নোটিশেও কোনো কাজ না হওয়ায় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেও ব্যর্থ হয় বিদ্যুৎ বিভাগ।
পরে গত সোমবার বিকেলে নন্নী ইউনিয়ন পরিষদের তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট নন্নী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘২০২১ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাবেক চেয়ারম্যান রিটন সাহেবের মেয়াদে বকেয়া থাকা তিন লক্ষাধিক টাকার বিদ্যুৎ বিল পরিশোধ করেছি। এখন প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা বিদ্যুৎ বিল হঠাৎ করে পরিশোধ করা সম্ভব নয়। এ ছাড়াও আগের চেয়ারম্যানের নির্মাণ করা এলইডির সড়ক বাতি বাড়তি বিদ্যুৎ বিলের অন্যতম কারণ।’
তিনি আরও বলেন, ‘বাজার থেকে কর আদায় করে এক সপ্তাহের মধ্যে শুধু পরিষদের ভবনের মিটারের বকেয়া বিল পরিশোধ করে দেবো। ইউএনওর সঙ্গেও কথা বলেছি, যেন সড়ক বাতিগুলো সোলার সিস্টেম করা যায়।’
এ বিষয়ে নন্নী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার মেয়াদে আমি কোনো বিদ্যুৎ বিল বকেয়া রেখে আসিনি। শুধুমাত্র মেয়াদের শেষ মাসের বিদ্যুৎ বিল আমি পরিশোধ করে আসতে পারিনি।’
পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার আখতারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘নন্নী ইউনিয়ন পরিষদের বকেয়া বিল পরিশোধে গত তিন মাসে একাধিকবার নোটিশ পাঠিয়েছি ও যোগাযোগ করেছি। নিরুপায় হয়ে গত সোমবার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনটি মিটারের বকেয়া বিল পরিশোধের পরই আবার সংযোগ দেওয়া হবে।’
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
৭ মিনিট আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১২ মিনিট আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৯ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১০ ঘণ্টা আগে