ত্রিশালে আ.লীগের সম্মেলনে ছুরিকাঘাতে যুবলীগকর্মী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০০: ১১
আপডেট : ২২ জুলাই ২০২২, ০০: ১৯

ময়মনসিংহের ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলের পাশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. আবীর (১৮) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবীর ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর দিল রওশন জামে মসজিদ এলাকার ভাঙারি ব্যবসায়ী আবুল কালামের ছেলে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার বিকেলে ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন চলছিল। বিকেল সাড়ে ৪টার দিকে নজরুল একাডেমির ডাকবাংলোর সামনের সড়কে এ হত্যাকাণ্ড হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাম প্রকাশে অনিচ্ছুক নিহত আবীরের কয়েকজন সহকর্মী ময়মনসিংহ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের জানান, ময়মনসিংহ নগরীর দলীয় একটি পক্ষের সঙ্গে আবীরের পূর্ব বিরোধ ছিল। এর জেরে গত বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে চরপাড়ার নয়াপাড়া এলাকায় আবীরকে একাধিক ব্যক্তিগত গাড়ি নিয়ে ধাওয়া করা হয়। প্রতিপক্ষের ধাওয়া খেয়ে আবীর পালিয়ে যান।

বৃহস্পতিবার বিকেলে ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ময়মনসিংহ নগরী থেকে অনেকেই যোগ দেন। সম্মেলনস্থলে ধাওয়াকারীদের সঙ্গে আবীরের দেখা হয়। আবীর তাঁদের কাছে থেকে আগের দিন তাঁকে ধাওয়া করার কারণ জানতে চান। এ নিয়ে আবীরের সঙ্গে কথা-কাটাকাটি হয় তাঁদের। একপর্যায়ে আবীরকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ। স্থানীয়রা আবীরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত