Ajker Patrika

জামিনে থাকা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
জামিনে থাকা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় ঘটে। 

নিহত নয়ন মিয়া (২৮) একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে। ২০২০ সালে একই এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা নয়নের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা নয়নকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনেরা রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি। 

ধোপঘাট এলাকার বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি হত্যার মামলার আসামিও ছিলেন। 

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নায়িম হোসেন বলেন, ‘তিন মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নয়ন আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করছিলেন। এসব কারণে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তাঁর ওপর হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’ 

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুল আলম বলেন, ‘নয়ন এলাকায় উগ্র ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতবাস করে জামিনে বাড়িতে আসে।’ 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নয়নের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’ 

গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

বগুড়ায় জামিনে মুক্তি পাওয়া আ.লীগ নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা

বাসভাড়া বেশি নেওয়ার অভিযোগ করায় যাত্রীকে মারধর, অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেট লাঞ্ছিত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত