গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় ঘটে।
নিহত নয়ন মিয়া (২৮) একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে। ২০২০ সালে একই এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা নয়নের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা নয়নকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনেরা রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
ধোপঘাট এলাকার বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি হত্যার মামলার আসামিও ছিলেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নায়িম হোসেন বলেন, ‘তিন মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নয়ন আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করছিলেন। এসব কারণে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তাঁর ওপর হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুল আলম বলেন, ‘নয়ন এলাকায় উগ্র ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতবাস করে জামিনে বাড়িতে আসে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নয়নের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হত্যা মামলার এক আসামিকে কুপিয়ে ও দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলায় রাওনা ইউনিয়নের গন্ডগ্রাম এলাকায় ঘটে।
নিহত নয়ন মিয়া (২৮) একই ইউনিয়নের নামা ধোপাঘাট গ্রামের মৃত শহর আলীর ছেলে। ২০২০ সালে একই এলাকার বালু ব্যবসায়ী হুমায়ুন কবীর হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তরা নয়নের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা কুপিয়ে তাঁর দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। পরে স্থানীয়রা নয়নকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্বজনেরা রাতেই ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে সেখানেই মারা যান তিনি।
ধোপঘাট এলাকার বাসিন্দারা জানায়, নয়ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তিনি হত্যার মামলার আসামিও ছিলেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য নায়িম হোসেন বলেন, ‘তিন মাস আগে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে নয়ন আবারও চাঁদাবাজি ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করছিলেন। এসব কারণে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে তাঁর ওপর হামলা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাহাবুল আলম বলেন, ‘নয়ন এলাকায় উগ্র ও উচ্ছৃঙ্খল যুবক হিসেবে পরিচিত ছিল। কিছুদিন আগে সে একটি হত্যা মামলার আসামি হিসেবে হাজতবাস করে জামিনে বাড়িতে আসে।’
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নয়নের বিরুদ্ধে হত্যাসহ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
গফরগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আবু বক্কর সিদ্দিক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের শমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজ
৭ ঘণ্টা আগেরাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার (২৪ নভেম্বর) রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। রাত ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ঘট
৯ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
৯ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
১০ ঘণ্টা আগে