ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে গত সপ্তাহের তুলনায় বেড়েছে পেঁয়াজ, আলু ও খাসির মাংসের দাম। কমেছে মাছ-মুরগির দাম। শুধু তাই নয়, সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে চড়া দামে। গতকাল শনিবার দুপুরে নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
শম্ভুগঞ্জ মধ্যবাজার এলাকার আজাহার বাণিজ্যালয়ের বিক্রেতা আজাহারের সঙ্গে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাক, দেশি আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে দেশি রসুন ৩৫ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
একই বাজারের মুরগি বিক্রেতা সাখাওয়াত হোসেন রনি বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। ব্রয়লার মুরগি ৫ টাকা কমে ১৪০ টাকা, সোনালি মুরগি ১০ টাকা কমে ২৬০ টাকা, সাদা কক ১০ টাকা কমে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাংসমহালের মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, শীত আসায় বিয়ের অনুষ্ঠান বাড়ছে। তবে সেই তুলনায় খাসির আমদানি কম। তাই খাসির মাংসের দাম বেড়েছে। কিন্তু গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগির ডিম ৬০ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
এই বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বুলানাথ দাস বলেন, সব ধরনের ডাল ও তেলের দাম স্থিতিশীল আছে। সয়াবিন তেল ১৬০ টাকা, পাম ওয়েল ১৪৫ টাকা, কোয়ালিটি ১৫০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে
বুলানাথ দাস আরও বলেন, দেশি মসুর ডাল ১৬০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৯০ টাকা, মাষকলাই ১১০ টাকা, ভাঙা মাষকলাই ১৩০ টাকা, মুগডাল ১৪০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, মটর ডাল ১১০ টাকা, খেসারির ডাল ১৬০ টাকা, বুটের ডাল ৮০ টাকা, অ্যাংকর ৫০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা রনি বলেন, সব ধরনের সবজির দাম কমেছে। দেশি নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, বেগুন ২০ টাকা, শিম ৪০ টাকা, নতুন হল্যান্ড আলু ৫০ টাকা, নতুন দেশি আলু ৮০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, মুলা ২০ টাকা, লেবু ১৫ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ২০ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁচা কলা ২০ টাকা, পাতাকপি ৩০ টাকা, ধনেপাতা ৬০ টাকা, ক্ষিরাই ৩০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা ও পেঁয়াজপাতা ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
শম্ভুগঞ্জ মাছমহালের মাছ বিক্রেতা সালাম বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। পাঙাশ ১১০ টাকা, ছোট রাজপুঁটি ১৮০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, ছোট গইন্না মাছ ১৮০ টাকা, ছোট সিলভার কার্প ১২০ টাকা, ছোট কারপিও মাছ ২০০ টাকা, পাবদা-শোল-টাকি-শিং ৪০০ টাকা, ছোট দেশি পুঁটি ১৫০ টাকা, চিংড়ি মাছ ৫৫০ টাকা, ছোট মলা মাছ ২৫০ টাকা, পাঁচমিশালি গুঁড়া মাছ ২৫০ টাকা, চাপিলা মাছ ২০০ টাকা, রুই মাছ ২২০ টাকা, মৃগেল ১৮০ টাকা ও কাতল ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা উজ্জ্বল খান বলেন, `সবজির দাম কমলেও মাংসের বাজারে যাওয়া যায় না। আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবকিছু নাগালের বাইরে রয়েছে।'
আরেক ক্রেতা হাসিনা আজাদ বলেন, যত দিন যাচ্ছে পণ্যের দাম বাড়ছে। ভোজ্যতেলের দাম প্রতিনিয়ত বৃদ্ধির কারণে আমরা খুবই সমস্যায় আছি।
ময়মনসিংহে গত সপ্তাহের তুলনায় বেড়েছে পেঁয়াজ, আলু ও খাসির মাংসের দাম। কমেছে মাছ-মুরগির দাম। শুধু তাই নয়, সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন দেশি আলু বিক্রি হচ্ছে চড়া দামে। গতকাল শনিবার দুপুরে নগরীর ঐতিহ্যবাহী শম্ভুগঞ্জ বাজার ঘুরে এসব তথ্য পাওয়া গেছে।
শম্ভুগঞ্জ মধ্যবাজার এলাকার আজাহার বাণিজ্যালয়ের বিক্রেতা আজাহারের সঙ্গে কথা হলে তিনি বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ৬০ টাকা, ইন্ডিয়ান পেঁয়াজ ৫ টাকা বেড়ে ৪৫ টাক, দেশি আলু ৫ টাকা বেড়ে ৩০ টাকা, হল্যান্ড আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে দেশি রসুন ৩৫ টাকা, ইন্ডিয়ান রসুন ১২০ টাকা, আদা ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
একই বাজারের মুরগি বিক্রেতা সাখাওয়াত হোসেন রনি বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের মুরগির দাম কমেছে। তবে অপরিবর্তিত রয়েছে দেশি মুরগির দাম। ব্রয়লার মুরগি ৫ টাকা কমে ১৪০ টাকা, সোনালি মুরগি ১০ টাকা কমে ২৬০ টাকা, সাদা কক ১০ টাকা কমে ২৪০ টাকা এবং দেশি মুরগি ৩০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
মাংসমহালের মাংস বিক্রেতা সুলতান মিয়া বলেন, শীত আসায় বিয়ের অনুষ্ঠান বাড়ছে। তবে সেই তুলনায় খাসির আমদানি কম। তাই খাসির মাংসের দাম বেড়েছে। কিন্তু গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহে খাসির মাংস ৮০০ টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশি মুরগির ডিম ৬০ টাকা, সোনালি মুরগির ডিম ৫০ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা, ফার্মের মুরগির ডিম ৩৫ টাকা হালি বিক্রি হচ্ছে।
এই বাজারের রাজলক্ষ্মী স্টোরের বিক্রেতা বুলানাথ দাস বলেন, সব ধরনের ডাল ও তেলের দাম স্থিতিশীল আছে। সয়াবিন তেল ১৬০ টাকা, পাম ওয়েল ১৪৫ টাকা, কোয়ালিটি ১৫০ টাকা, বোতলজাতকরণ সয়াবিন ১৬০ টাকায় বিক্রি হচ্ছে
বুলানাথ দাস আরও বলেন, দেশি মসুর ডাল ১৬০ টাকা, ইন্ডিয়ান মসুর ডাল ৯০ টাকা, মাষকলাই ১১০ টাকা, ভাঙা মাষকলাই ১৩০ টাকা, মুগডাল ১৪০ টাকা, ছোলা বুট ৭০ টাকা, মটর ডাল ১১০ টাকা, খেসারির ডাল ১৬০ টাকা, বুটের ডাল ৮০ টাকা, অ্যাংকর ৫০ টাকা, আটা প্যাকেট ৪০ টাকা, খোলা আটা ৩৫ টাকা, চিনি ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতা রনি বলেন, সব ধরনের সবজির দাম কমেছে। দেশি নতুন আলু ৮০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ ৭০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ ছাড়া ফুলকপি ৩০ টাকা, চিচিঙ্গা ২০ টাকা, বেগুন ২০ টাকা, শিম ৪০ টাকা, নতুন হল্যান্ড আলু ৫০ টাকা, নতুন দেশি আলু ৮০ টাকা, কাঁচা মরিচ ৩০ টাকা, মুলা ২০ টাকা, লেবু ১৫ টাকা, করলা ৫০ টাকা, কাঁচা টমেটো ৪০ টাকা, পাকা টমেটো ১২০ টাকা, গাজর ৬০ টাকা, শসা ২০ টাকা, বরবটি ৫০ টাকা, কাঁচা কলা ২০ টাকা, পাতাকপি ৩০ টাকা, ধনেপাতা ৬০ টাকা, ক্ষিরাই ৩০ টাকা, লাউ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা ও পেঁয়াজপাতা ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
শম্ভুগঞ্জ মাছমহালের মাছ বিক্রেতা সালাম বলেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। পাঙাশ ১১০ টাকা, ছোট রাজপুঁটি ১৮০ টাকা, তেলাপিয়া ১৩০ টাকা, ছোট গইন্না মাছ ১৮০ টাকা, ছোট সিলভার কার্প ১২০ টাকা, ছোট কারপিও মাছ ২০০ টাকা, পাবদা-শোল-টাকি-শিং ৪০০ টাকা, ছোট দেশি পুঁটি ১৫০ টাকা, চিংড়ি মাছ ৫৫০ টাকা, ছোট মলা মাছ ২৫০ টাকা, পাঁচমিশালি গুঁড়া মাছ ২৫০ টাকা, চাপিলা মাছ ২০০ টাকা, রুই মাছ ২২০ টাকা, মৃগেল ১৮০ টাকা ও কাতল ২২০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
ক্রেতা উজ্জ্বল খান বলেন, `সবজির দাম কমলেও মাংসের বাজারে যাওয়া যায় না। আমাদের মতো সাধারণ মানুষের জন্য সবকিছু নাগালের বাইরে রয়েছে।'
আরেক ক্রেতা হাসিনা আজাদ বলেন, যত দিন যাচ্ছে পণ্যের দাম বাড়ছে। ভোজ্যতেলের দাম প্রতিনিয়ত বৃদ্ধির কারণে আমরা খুবই সমস্যায় আছি।
যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ পাওয়া ২৭ কর্মচারী প্রায় দেড় বছর ধরে বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। এসব কর্মচারী নিয়োগে আড়াই থেকে চার লাখ টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিয়োগকারী প্রতিষ্ঠান ঘুষ লেনদেনের বিষয় অস্বীকার করেছে।
১২ মিনিট আগেগ্রাহকের দুই হাজার ২৫৭ কোটি ৭৮ লাখ ৭৭ হাজার ২২৭ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি (এমএলএম) ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীনসহ ১৯ জনের বিরুদ্ধে মামলায় রায় ঘোষণার তারিখ পিছিয়ে আগামী ১৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ
২০ মিনিট আগেআলোচিত-সমালোচিত সাময়িক বরখাস্ত হওয়া সেই সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুম উর্মিকে মানহানির মামলায় জামিন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. ইমরান আহম্মেদ তাঁর জামিন দেন...
৩৬ মিনিট আগেপর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, ১ ডিসেম্বর থেকে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকদের রাত যাপনে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। ফলে তখন পর্যটকেরা সেন্টমার্টিনমুখী হবেন। তবে আবারও দেশের পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠায় পর্যটনে এর কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
৪০ মিনিট আগে